বাংলা
✿চাষার দুক্ষু প্রবন্ধের মূলভাব:
চাষার দুক্ষু প্রবন্ধটি মূলত তৎকালীন দরিদ্রপীড়িত কৃষকদের দূর্দশার চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। ভারতবর্ষের কৃষকদের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন। কিন্তু ভারতবর্ষের সেই কৃষকদের মৌলিক চাহিদা পূরণ করা হতো না। তাই লেখক কৃষকদের করুণ দরিদ্রের জন্য তথাকথিত সভ্যতার নামে একশ্রেনীর মানুষের বিলাসিতাকে দায়ী করেছেন। অধুনিক শিল্প হিসেবে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তথা কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১। আবারও কৃষি খাতে এক হতাশাব্যঞ্জক চিত্র। আলুর দাম, পেঁয়াজের দাম, ধানের দাম উৎপাদন খরচের হিসাবে সবচেয়ে নিচে নেমে এসেছে। এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সম্পত্তি বিক্রি করে কিংবা বন্ধক রেখে লাভের আশায় যাঁরা সর্বস্ব বিনিয়োগ করে আলু, পেঁয়াজ কিংবা ধান চাষ করেছিলেন, তাঁরা পড়েছেন মহাবিপদে। কেননা, এখন কৃষকদের ধান ৪০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজ ৫০০ টাকা আর আলু ৩০০ টাকা মণ দরে।
(ক) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের প্রধান আলোচ্য বিষয় কোনটি? ১
(খ) চাষাকে অভাগা বলার কারণ ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন দিকটির মিল রয়েছে, তুলনামূলক আলোচনা করো। ৩
(ঘ) উদ্দীপকের বিষয় ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের সামগ্রিক প্রতিনিধিত্ব করে কি? উপযুক্ত যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।৪
✿‘চাষার দুক্ষু’
✿ জ্ঞানমূলক প্রশ্ন
রোকেয়া সাখাওয়াত হোসেন
০১। রোকেয়া সাখাওয়াত হোসনের উপন্যাস দুটির নাম কী?
উত্তর:রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস দুটির নাম হচ্ছে ‘সুলতানার স্বপ্ন’ ও ‘পদ্মরাগ’।
০২।‘মতিচুর’ কার বিখ্যাত গদ্যগ্রন্থ?
উত্তর: ‘মতিচুর’ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গদ্যগ্রন্থ?
০৩। রেকেয়ার জীবনাবসান ঘটে কত সালে?
উত্তর: রোকেয়ার জীবনাবাসন ঘটে ১৯৩২ সালে।
০৪।‘কৌপিন’ শব্দের অর্থ কী?
উত্তর: কৌপিন শব্দের অর্থ ল্যাঙ্গট।
০৫।‘এন্ডি’ শব্দের অর্থ কী?
উত্তর: এন্ডি শব্দের অর্থ মোটা রেশমি কাপড়।
০৬।চটকল প্রতিষ্ঠার পর কিসের কদর বেড়ে যায়?
উত্তর: চটকল প্রতিষ্ঠার পর পাটের কদর বেড়ে যায়।
০৭। দারিদ্র্যের সঙ্গে যুঝতে যুঝতে কাদের জীবন শেষ হতো?
উত্তর: দারিদ্র্যের সঙ্গে বুঝতে বুঝতে চাষিদের জীবন শেষ হতো।
০৮।‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি কিসের মর্মন্তুদ দলিল?
উত্তর:চাষার দুক্ষু প্রবন্ধটি তত্কালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল।
০৯। কোন অঞ্চলের কৃষকগণ সবজি সিদ্ধ করে খেত?
উত্তর: রংপুর অঞ্চলের কৃষকগণ সবজি সিদ্ধ করে খেত।
১০।কুটির শিল্পকে ধ্বংস করেছে কে?
উত্তর: কুটির শিল্পকে ধ্বংস করেছে ব্রিটিশ শাসকগোষ্ঠী।
১১। লেখিকা বঙ্গভূমিকে কী হিসাবে আখ্যায়িত করেছেন?
উত্তর: লেখিকা বঙ্গভূমিকে সুজলা-সুফলা হিসেবে আখ্যায়িত করেছেন।
১২। বাংলার কার উদরে অন্ন নেই?
উত্তর: বাংলার চাষিদের উদরে অন্ন নেই।
১৩।‘ধান্য তার বসুন্ধরা যার’-উক্তিটি কার?
উত্তর: ‘ধান্য তার বসুন্ধরা যার’ উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৪।বাংলার কৃষকের অতীত কেমন ছিল?
উত্তর: বাংলার কৃষকের অতীত সমৃদ্ধ ছিল।
১৫। ইউরোপের মহাযুদ্ধ পৃথিবীকে কী করেছে?
উত্তর: ইউরোপের মহাযুদ্ধ পৃথিবীকে সর্বস্বান্ত করেছে।
১৬।লেখিকা ছোটবেলায় টাকায় কত সের সরিষার তৈল পাওয়া যেত বলে শুনেছেন?
উত্তর: লেখিকা ছোটবেলায় টাকায় ৮ সের সরিষার তৈল পাওয়া যেত বলে শুনেছেন।
১৭। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম কী?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম জমিরন।
১৮। কৃষক কন্যা জমিরনের মাথায় তৈল দিতে কোথায় যেত?
উত্তর: কৃষক কন্যা জমিরনের মাথায় তৈল দিতে রাজবাড়িতে যেত।
১৯।কোন অঞ্চলে দুই সের খেসারীর বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করত?
উত্তর: বিহার অঞ্চলে দুই সের খেসারীর বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করত।
২০। সাত-ভায়া গ্রামটি কিসের তীরে অবস্থিত ছিল?
উত্তর: সাত-ভায়া গ্রামটি সমুদ্রতীরে অবস্থিত ছিল।
আরও পড়তে ক্লিক করুন
✿চাষার দুক্ষু প্রবন্ধের মূলভাব:
চাষার দুক্ষু প্রবন্ধটি মূলত তৎকালীন দরিদ্রপীড়িত কৃষকদের দূর্দশার চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। ভারতবর্ষের কৃষকদের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন। কিন্তু ভারতবর্ষের সেই কৃষকদের মৌলিক চাহিদা পূরণ করা হতো না। তাই লেখক কৃষকদের করুণ দরিদ্রের জন্য তথাকথিত সভ্যতার নামে একশ্রেনীর মানুষের বিলাসিতাকে দায়ী করেছেন। অধুনিক শিল্প হিসেবে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তথা কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১। আবারও কৃষি খাতে এক হতাশাব্যঞ্জক চিত্র। আলুর দাম, পেঁয়াজের দাম, ধানের দাম উৎপাদন খরচের হিসাবে সবচেয়ে নিচে নেমে এসেছে। এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সম্পত্তি বিক্রি করে কিংবা বন্ধক রেখে লাভের আশায় যাঁরা সর্বস্ব বিনিয়োগ করে আলু, পেঁয়াজ কিংবা ধান চাষ করেছিলেন, তাঁরা পড়েছেন মহাবিপদে। কেননা, এখন কৃষকদের ধান ৪০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজ ৫০০ টাকা আর আলু ৩০০ টাকা মণ দরে।
(ক) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের প্রধান আলোচ্য বিষয় কোনটি? ১
(খ) চাষাকে অভাগা বলার কারণ ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন দিকটির মিল রয়েছে, তুলনামূলক আলোচনা করো। ৩
(ঘ) উদ্দীপকের বিষয় ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের সামগ্রিক প্রতিনিধিত্ব করে কি? উপযুক্ত যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।৪
✿‘চাষার দুক্ষু’
✿ জ্ঞানমূলক প্রশ্ন
রোকেয়া সাখাওয়াত হোসেন
০১। রোকেয়া সাখাওয়াত হোসনের উপন্যাস দুটির নাম কী?
উত্তর:রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস দুটির নাম হচ্ছে ‘সুলতানার স্বপ্ন’ ও ‘পদ্মরাগ’।
০২।‘মতিচুর’ কার বিখ্যাত গদ্যগ্রন্থ?
উত্তর: ‘মতিচুর’ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গদ্যগ্রন্থ?
০৩। রেকেয়ার জীবনাবসান ঘটে কত সালে?
উত্তর: রোকেয়ার জীবনাবাসন ঘটে ১৯৩২ সালে।
০৪।‘কৌপিন’ শব্দের অর্থ কী?
উত্তর: কৌপিন শব্দের অর্থ ল্যাঙ্গট।
০৫।‘এন্ডি’ শব্দের অর্থ কী?
উত্তর: এন্ডি শব্দের অর্থ মোটা রেশমি কাপড়।
০৬।চটকল প্রতিষ্ঠার পর কিসের কদর বেড়ে যায়?
উত্তর: চটকল প্রতিষ্ঠার পর পাটের কদর বেড়ে যায়।
০৭। দারিদ্র্যের সঙ্গে যুঝতে যুঝতে কাদের জীবন শেষ হতো?
উত্তর: দারিদ্র্যের সঙ্গে বুঝতে বুঝতে চাষিদের জীবন শেষ হতো।
০৮।‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি কিসের মর্মন্তুদ দলিল?
উত্তর:চাষার দুক্ষু প্রবন্ধটি তত্কালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল।
০৯। কোন অঞ্চলের কৃষকগণ সবজি সিদ্ধ করে খেত?
উত্তর: রংপুর অঞ্চলের কৃষকগণ সবজি সিদ্ধ করে খেত।
১০।কুটির শিল্পকে ধ্বংস করেছে কে?
উত্তর: কুটির শিল্পকে ধ্বংস করেছে ব্রিটিশ শাসকগোষ্ঠী।
১১। লেখিকা বঙ্গভূমিকে কী হিসাবে আখ্যায়িত করেছেন?
উত্তর: লেখিকা বঙ্গভূমিকে সুজলা-সুফলা হিসেবে আখ্যায়িত করেছেন।
১২। বাংলার কার উদরে অন্ন নেই?
উত্তর: বাংলার চাষিদের উদরে অন্ন নেই।
১৩।‘ধান্য তার বসুন্ধরা যার’-উক্তিটি কার?
উত্তর: ‘ধান্য তার বসুন্ধরা যার’ উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৪।বাংলার কৃষকের অতীত কেমন ছিল?
উত্তর: বাংলার কৃষকের অতীত সমৃদ্ধ ছিল।
১৫। ইউরোপের মহাযুদ্ধ পৃথিবীকে কী করেছে?
উত্তর: ইউরোপের মহাযুদ্ধ পৃথিবীকে সর্বস্বান্ত করেছে।
১৬।লেখিকা ছোটবেলায় টাকায় কত সের সরিষার তৈল পাওয়া যেত বলে শুনেছেন?
উত্তর: লেখিকা ছোটবেলায় টাকায় ৮ সের সরিষার তৈল পাওয়া যেত বলে শুনেছেন।
১৭। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম কী?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষক কন্যার নাম জমিরন।
১৮। কৃষক কন্যা জমিরনের মাথায় তৈল দিতে কোথায় যেত?
উত্তর: কৃষক কন্যা জমিরনের মাথায় তৈল দিতে রাজবাড়িতে যেত।
১৯।কোন অঞ্চলে দুই সের খেসারীর বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করত?
উত্তর: বিহার অঞ্চলে দুই সের খেসারীর বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করত।
২০। সাত-ভায়া গ্রামটি কিসের তীরে অবস্থিত ছিল?
উত্তর: সাত-ভায়া গ্রামটি সমুদ্রতীরে অবস্থিত ছিল।