চাষার দুক্ষু বহুনির্বাচনী


✿চাষার দুক্ষু
✿ বহুনির্বাচনী প্রশ্ন:
রোকেয়া সাখাওয়াত হোসেন
২২/৭/২০১৮ইং

১। ক্ষেতে ক্ষেতে পুইড়া মরে কে?
ক. চাষি
খ. মহাজন
গ. শ্রমিক
ঘ. চাষির স্ত্রী

২। দেড় শ বছর পূর্বে ভারতবাসী কী ছিল?
ক. অসহায়
খ. বর্বর
গ. দরিদ্র
ঘ. ধনী

৩। প্রাবন্ধিকের মতে কারা নবাবি হালে থাকে?
ক. চাষিরা
খ. চাষির স্ত্রীরা
গ. পাটকল-চটকলের কর্মীরা
ঘ. ধনীরা

৪। 'চাষার দুক্ষু' প্রবন্ধে চাষিদের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. সচেতনতা
খ. প্রতিবাদ
গ. সহ্য ক্ষমতা
ঘ. তীব্র ক্ষোভ

৫। প্রাবন্ধিকের মতে আমাদের বঙ্গভূমি কী রকম?
ক. সুজলা-সুফলা
খ. দুর্দশাগ্রস্ত
গ. শোচনীয়
ঘ. সভ্য

৬। সাত-ভায়া গ্রামটি কিসের তীরে অবস্থিত ছিল?
ক. নদী
খ. পুকুর
গ. সমুদ্র
ঘ. নদ

৭। লর্ড কার্মাইকেল কোন জাতির প্রতিনিধি?
ক. ফরাসি
খ. পাকিস্তান
গ. ভারতীয়
ঘ. ইংরেজ

৮। 'ভারতবাসী এখন জ্ঞান-বিজ্ঞানে অনেক উন্নত'। উদ্দীপকের সঙ্গে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কিভাবে তুলনা করা যায়?
ক. সমৃদ্ধি বর্ণনায়
খ. সভ্যতা বর্ণনায়
গ. বন্দনা করায়
ঘ. বিশেষ 'কৌশল ধারণ করায়

৯। প্রাবন্ধিকের মতে আজ কার পেটে ভাত নেই?
ক. চাষির
খ. মহাজনের
গ. শ্রমজীবীর
ঘ. শোষকের

১০। প্রাবন্ধিক তাঁর রচনায় চাষির দারিদ্র্যকে প্রাধান্য দিয়েছেন কেন?
ক. সচেতনতা সৃষ্টিতে
খ. গভীর মমত্বে
গ. চাষির প্রতি সুদৃষ্টি দিতে
ঘ. দেশ রক্ষায়

১১। প্রাবন্ধিক প্রবন্ধের শুরুতেই ভারতের সভ্যতা বর্ণনা করেছে কেন?
ক. কৌশল হিসেবে
খ. সুনাম গাইতে
গ. মর্যাদাশীল করতে
ঘ. ভারতীয়রা সভ্য বলে

১২। চাষির উদরে অন্ন নেই কেন?
ক. শোষণের ফলে
খ. শাসনের ফলে
গ. অবহেলায়
ঘ. বঞ্চনার ফলে

১৩। কৃষক কন্যা জমিরন রাজবাড়িতে যেত কেন?
ক. কাজ করতে
খ. আবর্জনা দিতে
গ. চুলে তেল দিতে
ঘ. খাবার আনতে

১৪। চাষিদের সভ্য হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. অলস হওয়া
খ. বিলাসী হওয়া
গ. সচেতন হওয়া
ঘ. আধুনিক হওয়া

১৫। চাষির সহ্য শক্তিতে যে বিষয়টি নিহিত-
i. শোষণ
ii. দুর্বলতা
iii. নিঃস্বার্থ
নিচের কোনটি সঠিক
ক. i
খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬। প্রাবন্ধিকের মতে এখন আমরা কী হয়েছি?
ক. অসভ্য
খ. স্বাধীন
গ. শোষণযুক্ত
ঘ. সভ্য

১৭। কৃষক কন্যা জমিরন চুলে তেল দিতে কোথায় যেত?
ক. জমিদার বাড়িতে
খ. মামার বাড়িতে
গ. রাজবাড়িতে
ঘ. বোনের বাড়িতে

১৮। রংপুর অঞ্চলের চাষীরা কী পরিধান করত?
ক. ধুতি
খ. কৌপিন
গ. লুঙ্গি
ঘ. গামছা

১৯। প্রাবন্ধিকের মতে এই কঠোর মহীতে কে শুধু সহ্য করতে এসেছে?
ক. দরিদ্র
খ. ভূমিহীন
গ. কৃষক
ঘ. শোষিত

২০। প্রাবন্ধিকের মতে শোষিত হওয়ার জন্য কে জন্মগ্রহণ করেছে? ক. বঙ্গবাসী খ. ভারতবাসী গ. চাষি ঘ. দুঃখী ২১। নবাবি হালে থাকা কথাটি 'চাষার দুক্ষু' প্রবন্ধের কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. পাটকলের কর্মীদের
খ. ব্যবসায়ীদের
গ. কৃষকদের
ঘ. জমিদারদের

২২। 'ধান্য তার বসুন্ধরা যার' উক্তিটি কার?
ক. বেগম রোকেয়া
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আল মাহমুদ

২৩। হাবীবা অবসর সময়ে নকশি কাঁথা সেলাই করে অতিরিক্ত অর্থ উপার্জন করে। এখানে হাবীবার মধ্যে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
ক. কর্মমুখিতা
খ. সচেতনতা
গ. সমৃদ্ধি চিন্তা
ঘ. অর্থের মোহ

২৪। প্রাবন্ধিক চাষিদের অভাগা বলেছেন যে কারণে-
i. অসচেতন বলে
ii. শোষিত বলে
iii. ভাগ্য স্থির বলে

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৫। চাষির শরীরে বস্ত্র জোটে না কেন?
ক. শোষণের ফলে
খ. শাসনের ফলে
গ. অসচেতনতার ফলে
ঘ. বৈষম্যের শিকার বলে
২৬। দেড় শ বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল কেন?
ক. ঐশ্বর্য ছিল না বলে
খ. কৃষক ছিল বলে
গ. শিক্ষা ছিল না বলে
ঘ. সুবিধাবঞ্চিত ছিল বলে

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষকেরা মাঠে সোনার ফসল ফলায়। কিন্তু তার যথার্থ মূল্য তারা পায় না। তাদের শ্রমে সমৃদ্ধি হয় শোষকের আর তারা শূন্য হাতে পড়ে থাকে।
২৭। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?
ক. চাষার দুক্ষু
খ. আমার পথ
গ. বিড়াল
ঘ. চেতনার অ্যালবাম

২৮। এরূপ মিলের স্বরূপ-
i. শোষণ বর্ণনা
ii. কৃষকের দুঃখ বর্ণনা
iii. কৃষকের সমৃদ্ধি কামনা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯। কত বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল?
ক. ১০০ বছর
খ. ১২০ বছর
গ. ১৩০ বছর
ঘ. ১৫০ বছর

৩০। বাঙালি সভ্যতাকে যারা অস্বীকার করে প্রাবন্ধিকের মতে তারা কী?
ক. বেইমান
খ. বিশ্বাসঘাতক
গ. প্রতারক
ঘ. নিমক হারাম

উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ

সৃজনশীল পড়তে ক্লিক করুন>>