বাংলা ২য়পত্র র্পূনমান ১০০ নম্বর
মান বন্টন প্রশ্নের নমূনা
ব্যাকরণ অংশ -৩০নম্বর (ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান -৫ করে)
১) ক.ব্যাকরণ / বাংলা ব্যাকরণ কাকে বলে যে কোন দুইজন ব্যাকরণবিদের সংজ্ঞা দাও -৫
অথবা
খ.বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয় সংক্ষেপে বর্ননা কর ।
২)ক.ভাষা কাকে বলে বাংলা ভাষার কয়টিরুপ কিকি ?উদাহরণ সহ আলোচনাকর । -৫ অথবা
খ.সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্যসমূহের তুলনামূলক আলোচনা কর ।
৩)ক.সাধুও চলিতভাষার গঠনগত পাথর্ক্য উদাহরণসহ আলোচনা কর । -৫ অথবা
খ.সাধু রীতি থেকে চলিত রীতিতে রুপান্তরের প্রধান বা মৌলিক পাচঁটি নিয়ম লেখ।
৪)ক.ভাষার গুরুচন্ডালী দুষ কাকে বলে ?গুরুচন্ডালী রীতি দুষনীয় কেন?উদাহরণসহ বিশ্লেষণ কর । -৫ অথবা
খ.যে কোন পাচঁ শব্দের বানান শুদ্ধকরে লেখ
অতিথী,অধ্যায়ন,ইংরেজী,উচিৎ,উজ্জল,ঐক্যতান,গীতাঞ্জলী,তোরন
৫)ক.ধ্বনি,বর্ণ অক্ষর বলতে কি বুঝ ? -৫ অথবা
খ.ম-ফলা উচ্চারণের পাচঁটি নিয়ম উদাহরণসহ লেখ।
৬)ক.উচ্চারণরীতি কাকে বলে ? বাংলা উচ্চারনের পাচঁটি নিয়ম লেখ ?-৫ অথবা
খ.উচ্চারণরীতি কাকে বলে ?বিশুদ্ধউচ্চারণের প্রয়োজন কেন আলোচনা কর।
র্নিমিত অংশ ৭০ নম্বর
৭)ক. পারিভাষিক শব্দ লেক যে কোন ১০টি
পারিভাষিক শব্দ
abatement--উপশম
abbreviation--সংক্ষেপণ
abeyanc--স্থগিতকরণ
abolotion--বিলোপ
above par--অধিমূল্য
absolute--পরম
absorption--আত্নীয়করণ
abstain--বিরত হওয়া
accademy—শিক্ষায়তনdeed of gift--দানপত্র
deputation--প্রতিনিধিত্ব/প্রেষণ
dialect--উপভাষা
donor--দাতা
duel--দন্দ্বযুদ্ধ
dynamic--গতিশীল/গভীর
diagnosis--রোগনির্ণয়/নিদান
Dead-lock---অচলাবস্থা
demibiblography--গ্রন্থপঞ্জি
black-out--নিস্প্রদীপ
blueprint--নীলনকশা
booklet--পুস্তিকা
bureau--সংস্থা
by-election--উপ-নির্বাচন
by-law--উপ-অাইন
bearer--বাহক
bidder--নিলাম ডাকিয়ে
banquet--ভোজসভা-official--আধা সরকারী
edition--সংস্করণ
editor--সম্পাদক
encdyclopaedia--বিশ্বকোষ
equation--সমীকরণ
ex-officio--পদাধিকার বলে
expect--বিশেষজ্ঞ]
extension--সম্প্রসারণ
epitaph--এপিটাপ/সমাধিলিপি
epuality--সমতা
ethics--নীতিবিদ্যা
eye-wash--ধোঁকা
excuse—অজুহাত
fiel--নথি
fine arts--চরুকলা
factual mistake--তথ্যগত ভ্রম
fair ledger--পাকা খতিয়ান
farce--প্রহসন
flat rate--সমাহার (fixed rate--বাঁধা হার )
follow-up--অনুসরণ করা
forecast--পূর্বাভাস
fundamental--মৌল/মৌলিক/মূল
fellowship—ফেলোবৃত্তি
hand bill--প্রচার পত্র
hearing--শুনানি
hood--বোরকা
heroin--হেরোইন
highway--মহাপথ
hygiene--স্বাস্থ্যবিদ্যা
home ministry--স্বরাষ্ট্র মন্ত্রণালয়
honorary--অবৈতনিক
humanity--মানবতা
hypocrisy--কপটতা,ভন্ডামি
idiom--বাগধারা
impeachment--অভিসংশন,মহাভিযোগ
initial--প্ররম্ভিক/অনুস্বাক্ষর
interim--অর্ন্তবতীকালীন
interview--সাক্ষাৎকার
interpreter--দোভাষী
invoice--চালান
investigation--অনুসন্ধান
irrigation--সেচ
key-word--মুল শব্দ
অথবা,
খ. বাংলয় অনুবাদ কর -১০
1. A patriot is a man who loves his country. Works for it. And is willing to fight and die for it . Every soldier is bound to do his duty . but the best soldiers do more than this . They risk their lives because they love the country .they are the best friends of the people.
2. Always speak thurth. Never tell a lie. Nobody believes s lair Even if he speak the truth he is considered to be a liar . Nobody in the world is as unfortunate as he.
3. A boy may be very bad at subject like History ,Geography, and even English . But he may be very clever with his hands; he may be able to make excellent models of aeroplane or of trains. Its so he might become useful teacher at wood work. Rather than an unhappy clerk in an office.
৮)ক. একদিনের যানযটের ঘটনা বর্ননা কর । -১০
অথবা
খ. একুশের চেতনা ও তাৎপর্য /জাতীয় জীবনে একুশের গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ তৈরী কর ।
৯)ক.মনে কর তোমার নাম তমাল । বড় বোনের বিয়ে উপলক্ষে বন্ধু ইমনকে নিমন্ত্রণ জানিয়ে একটি ই-মেইল প্রস্তুত কর ।-১০
অথবা
খ.তুমি তোমার জীবনের লক্ষ্য হিসেবে কেন একজন আদর্শ শিক্ষক হতে চাও , তা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ।
১০)ক.সারর্মম লেখ পাঠ্য বইয়ের প্রথম পাচঁটি হতে ১টি থাকবে ।-১০ অথবা
খ.ভাবসম্প্রসারণ পাঠ্য বইয়ের প্রথম পাচঁটি হতে ১টি থাকবে ।
১১)ক.উচ্চ মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ জীবন নিয়ে দুই পরীক্ষার্থী বন্ধুর সংলাপ । ১০
অথবা
খ.ষোলো আনাই বৃথা শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখ।
১২)প্রবন্ধ লিখ:যে কোন একটি --২০
ক অধ্যবসায খ তোমার জীবনের লক্ষ্য গ.একটি বর্ষন মূখর দিন/রাত ঘ.মানব কল্যাণে বিজ্ঞান
ঙ.কর্মমুখী শিক্ষা .চ.শ্রমের মর্যাদা
শনিবার, ২২ জুন, ২০১৯
ডকুমেন্ট ১
রবিবার, ৫ মে, ২০১৯
দ্রুত পাঠের কৌশল
Change Background Gradient on Scroll
Linear Gradient - Top to Bottom
দ্রুত পাঠের কৌশল:
শুধু দ্রুততার সাথে পাঠ করে যাওয়া নয়, বুঝেশুনে পাঠ করাটা খুব গুরুত্বপূর্ণ। এ কারণে, যেনতেনভাবে পাঠের গতি বাড়ালেই চলবে না। গতি বাড়াতে গিয়ে, পাঠ বোঝার মাত্রা যাতে কমে না যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। যে কেউ তার বোঝার মাত্রা ঠিক রেখে পাঠের গতি বাড়াতে পারে। গবেষকদের মতে কলেজ শিক্ষার্থীর গল্প, উপন্যাস, রোমান্স কাহিনী ও ননটেকনিকেল বিষয় পাঠের গড় গতি প্রতি মিনিট ২৫০ থেকে ৩৫০ শব্দ। এসব বিষয়ে মিনিটে ৫০০ থেকে ৭০০ শব্দ হারে পাঠ করতে পারাই ‘ভালো’ গতির লক্ষণ।
দ্রুত পাঠের জন্য করণীয়:
প্রতি শব্দ ধরে পাঠ না করে শব্দগুচ্ছ বা phrase ধরে পাঠ করা। `In spite of his divorcing her she is happy’ বাক্যটির প্রতিটি শব্দ আলাদাভাবে না পড়ে ‘In spite of’ `his divorcing her’ `she is happy’ এভাবে শব্দগুচ্ছ ধরে পড়ো।
পাঠের সময় কণ্ঠনালীতে আলতো করে আঙুল ছুঁইয়ে বোঝার চেষ্টা করো ভোকাইলাইজিং ঘটছে কি না। ঠোঁটে আঙ্গুল রেখে বোঝার চেষ্টা করো ঠোঁট নড়ছে কি না। নড়লে তা বন্ধ রাখার চেষ্টা করো।
ইচ্ছামতো রোধ করো। এক বসায় ছোট একটি অংশ পড়ো। পুরো অংশটি শেষ করার আগে কোনো কিছু আবার দেখার দরকার হলে পুরো অংশটি একবার পড়ে শেষ করে তারপর দেখো।
পাঠের সময় অন্য বিষয় থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র পাঠের বিষয়ে মনোযোগ নিবন্ধ রাখো।
পাঠের বই ছাড়াও তোমার আগ্রহের অজানা বিষয়ের বই পড়ো। যত পড়বে পড়ার গতি তত বাড়বে।
শব্দভাণ্ডার বৃদ্ধি করো। পাঠের সময় অপরিচিত শব্দের মুখোমুখি যত কম হবে, পাঠের গতিও ততই বৃদ্ধি পাবে।
Scroll to see the effect.
শনিবার, ৪ মে, ২০১৯
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
নিচের বানানগুলো শুদ্ধ করে লেক
সকল বোর্ডের ২০০০ সাল হতে ২০১৭ সালের বাক্যশুদ্ধকর এর সমাধান
অসুদ্ধ বাক্য | শুদ্ধবাক্য |
---|---|
পূর্বদিকে সূর্য উদয় হয় | পূর্বদিকে সূর্য উদিত হয় |
গীতাঞ্জলী পড়েছ কি ? | গীতাঞ্জলি পড়েছ কি ? |
নদীর জল হ্রাস হয়েছে | নদীর জল হ্রাস পেয়েছে |
এ কথা প্রমাণ হয়েছে | এ কথা প্রমাণিত হয়েছে। |
আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই | আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই |
তোমার কথা গ্রাহ্যযোগ্য নয়। | তোমার তথ্য গ্রহণযোগ্য নয়। |
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। | অল্প দিনের মধ্যে তিনি আরাগ্য লাব করলেন। |
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন | তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন। |
ইহার আবশ্যক নাই | ইহার আবশ্যকতা নাই । |
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয । | অনাব্যশক ব্যাপারে কৌতুহল ভালো নয় । |
সে সভায উপস্থিত ছিললন | |
The w3-container class is one of the most important W3.CSS classes.
It provides correct margins, padding, alignments, and more, to most HTML elements.