যেখানেই মানুষ ও সমাজ আছে, সেখানেই রাস্তা আছে। রাস্তা কিন্তু কারো একা চলার জন্য নয়। তাছাড়া রাস্তার ধারে-পাশে থাকে ঘর-বাড়ি, দোকান-পসার। রাস্তায় চলে আবাল-বৃদ্ধ-বনিতা সব শ্রেণীর মানুষ। আর এই জন্যই রাস্তা সম্পর্কীয় বিভিন্ন আদব রয়েছে ইসলামে।
রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
এইচ এস সি মডেল টেষ্ট 4
I sub.... ............... bfm am vertically............... and horizontally centered.
ক পৃথিবী খ বর্ণনা
গ ভূগোল ঘ বায়ূমন্ডল
২। জিওগ্রাফী শব্দটি প্রথম ব্যবহার করেন ?
ক.রিচার্ড হার্টসোল খ ই এ ম্যাকনি
গ. ইরাটসথেনিস ঘ . ডাডলি স্ট্যাম্প
৩। প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো --
ক.পরির্বতনশীলতা খ অপরির্বতনশীলতা
গ.প্রাণি সম্পর্কে আলোচনা করা ঘ. বৈজ্ঞানিক অনুসন্ধান
৪। প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর
ক .নগর ও বসতি সম্পর্কে জানা খ . প্রাকৃতিক অবয়ব অধ্যয়ন করা
গ.জনসংখ্যা বয়স কাঠামো জানা ঘ.প্রাকৃতিক অবয়ব গঠন ও পরির্বতন প্রক্রিয়া জানা
৫। নিচের কোনটি অশ্বমন্ডলের অর্ন্তভূক্ত ?
ক.শিলা ও খনিজ খ . বায়ূর উপাদান
গ. সমুদ্রস্রোত ঘ. মহীসোপান
৬। ভূপৃষ্ঠের শতকারা কত ভাগ পানি ?
খ. ৬৯ ভাগ খ . ৭২ ভাগ
গ.৭৩ ভাগ ঘ . ৭৪ ভাগ
৭। বায়ূমন্ডলের গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ।
ক.নাইট্রোজেন খ . অক্সিজেন
গ. আরগান ঘ. হিলিয়াম
৮। মোচাকৃতি হয় -
ক. ভঙ্গিল র্পবত খ. আগ্নেয় র্পবত
গ. স্তুপ র্পবত ঘ . ল্যাকোলিথ র্পবত
৯। সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি ?
ক. বুধ খ. শুক্র গ. পৃথিবী ঘ মঙ্গল
১০। পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রী সেন্টিগ্রেড ?
ক. ২৫০০
খ. ৩০০০
গ. ৪৫০০ ডিগ্রী সে:
ঘ . ৬০০০ ডিগ্রী সে:
১১। বলিভিয়া কোন জাতীয় মালভূমি ?
ক. র্পবতবেষ্টিত খ পাদদেশীয়
গ মহাদেশীয় ঘ. ক্ষয়প্রাপ্ত
১২। কেনদ্রমন্ডলের প্রধান উপাদান কোনটি ?
ক. নিকেল ও লোহা খ. সিলিকন ও ম্যাগনেসিয়াম
গ.অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ও সিলিকন
১৩। পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি ?
ক. অস্ট্রেলিয়া
খ. বাংলাদেশ
গ. ফিনল্যান্ড
ঘ. মালদ্বীপ ।
১৪। পরিচলন বৃষ্টিপাত ঘতে কোন অঞ্চলে ?
ক নিরক্ষীয় অঞ্চলে খ. ক্রান্তীয় অঞ্চলে
গ.মেরু অঞ্চলে ঘ. উপ -ক্রান্তীয় অঞ্চলে
১৫। বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় --
ক. পর্বতের পতিবাত ঢালে খ. পর্বতের অনুবাত ঢালে
গ.সমভূমি অঞ্চলে ঘ সমুদ্র থেকে দুরবর্তী অঞ্চলে
ক.লি পিনচন খ ডাডলি স্ট্যাম্প
গ.ইবাটস্থেনিস ঘ.রিচার্ড হাটশোন
১৭। ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লী পিনচন কত সালে পাত-সঞ্চালনন মতবাদ প্রদান করেন ।
ক. ১৯৬১ সালে খ. ১৯৬৩ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে
১৮। ভূত্বক প্রধানত কয়টি পাতের উপর অবস্থিত ?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮ টি
১৯। ভুমিকম্প তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিস্কার করেন ?
ক. জেভিয়ার লি পিনচন ক আলেকজান্ডার হামবোল্ড
গ. রিখটার ঘ. হার্টশোন
২০। রিখটার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
ক. বারিপাত খ ভুমিকম্পের তীব্রতা
গ. বায়ূপ্রবাহের গতি ঘ.স্রোতের তীব্রতা
২১। নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয় ।
ক. ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি খ. বনভূমি এবং পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি ঘ. বনভূমি ও সমভূমি অঞ্চলে
২২। মুনামি শব্দের অর্থ কী ?
ক. ঢেউ খ চোখ গ.ঝড় ঘ. বন্যা্
২৩। ভুত্বকের গড় গভীরতা কত কিলোমিটার ?
ক.১০ খ ২০ গ .৩০ ঘ.৪০ কিলোমিটার
২৪। প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ূর তাপমাত্রা হ্রাস পায় ।
ক. ৫.৪ সে খ . ৬.৪ সে
গ. ৭.৪সে ঘ. ৮.৪ সে
২৫। বায়ূমন্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি ?
ক. ট্রাপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
২৬। কোনটি বায়ূদুষণের স্থির উৎস নয় ?
ক. রেফ্রিজারেটর শিল্প খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ. শ্ল্পি প্রক্রিয়াকরণ ঘ. পরিবহন স্থল জল ও আকাশ পথে
২৭। বায়ূমন্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখারে প্রায় সমান থাকে তাকে বলে -
ক.সমমন্ডল খ . বিষমমন্ডল
গ. ওজোনোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার
২৮। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ূমন্ডলের কোন স্তরটি উত্তম ?
ক. ট্রপোস্ফিয়ার ক স্ট্রাটোস্ফিয়ার
গ.থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
২৯।জলবায়ূর উপাদান হল -
ক.উচ্চতা খ. অক্ষাংশ
গ.তাপমাত্রা ঘ.বনভূমি
৩০। উত্তর গোলার্ধ অয়ন বায়ূ প্রবাহিত হয় -
ক.উত্তর পূর্ব দিক হতে খ. পশ্চিম দিক হতে
গ.দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘ.দক্ষিণ পূর্ব দিক হতে
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
মডেল টেষ্ট
মডেল টেষ্ট:নং ২ সময় ৩০মি
===========স্কুল
বিষয় বাংলা ১ম পত্র
নাম:-----------------
বায়ান্নর দিনগুলো
ক. জেলার মোখলেসুর রহমান খ. আর্মড পুলিশের সুবাদার
গ. আইবি অফিসার ঘ. ট্যাক্সি ড্রাইভার
২। কোন কাজে মরণেও সুখ পাওয়া যায়?
ক. সম্মান রক্ষার্থে মৃত্যু
খ. শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে মৃত্যু
গ. অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে মৃত্যু
ঘ. জুলুম ও ঘৃণা সইতে না পারায় মৃত্যু
৩। ফরিদপুরের কারাগারে শোভাযাত্রীরা কেন হর্ন দিয়ে স্লোগান দিয়েছিল?
ক. বন্দীদের শোনানোর জন্য
খ. বন্দীদের সহানুভূতির জন্য
গ. বন্দীদের অনুপ্রাণিত করার জন্য
ঘ. বন্দীদের জাগ্রত করার জন্য।
৪। ‘বায়ান্নর দিনগুলো’ কী ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. সামাজিক উপন্যাস ঘ. ঐতিহাসিক নাটক
৫। মানুষ কিসের জন্য অন্ধ হয়ে যায়?
ক. ভালোবাসার মোহে খ. স্বার্থের জন্য
গ. ভোগের জন্য ঘ. ত্যাগের মহিমায়
# বাঙালিদের অকুতোভয় প্রতিরোধের মুখে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। তবে এর বিনিময়ে এরা কেড়ে নেয় অনেক তাজা প্রাণ।
৬। উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন রচনার মিল রয়েছে?
ক. রক্তে আমার অনাদি অস্থি খ. ফেরুয়ারি ১৯৬৯
গ. নেকলেস ঘ. বায়ান্নর দিনগুলো
৭। এ মিলের অন্তর্নিহিত কারণ—
i. ভাষা আন্দোলন
ii. শহীদদের আত্মত্যাগ
iii. ১৯৬৯-এর অভ্যুত্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
ক. দাবি আদায়ের খ. জেল থেকে পালানোর
গ. অনশন করার ঘ. দেশকে রক্ষার
৯। জেলখানার জেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কী বোঝাতে চেষ্টা করল?
ক. শৃঙ্খলা রক্ষার কথা
খ. আন্দোলন না করার ব্যপারে
গ. ধর্মঘট প্রত্যাহারের জন্য
ঘ. অনশন ভাঙার জন্য
১০। মহিউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন অনশন করেছিলেন?
ক. মাতৃভাষার দাবিতে খ. স্বাধীনতার জন্য
গ. জেল থেকে মুক্তির জন্য
ঘ. বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে
১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ধরনের হরতাল পালনের আহ্বান জানিয়েছিলেন?
ক. সর্বাত্মক হরতাল
খ. শান্তিপূর্ণ হরতাল
গ. সহিংস হরতাল
ঘ. তীব্র প্রতিবাদমূলক হরতাল
১২। ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে—
i. অধিকার সচেতন করা
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানানো
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
পৌরণীতি একাদশ-দ্বাদশ
পৌরনীতি ও সুশাসন
১।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
গ্রাম সমাজ নগর সমাজ
ইউপি চেয়ারম্যান শাসক এলিট
মোড়ল বা মাতব্বর অশাসক এলিট
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ চাপ সৃষ্টিকারী দল
প্রশ্ন:
ক. নগর কাকে বলে?
খ. গ্রামীণ সমাজ বলতে কী বোঝায়?
গ. কিসের ভিত্তিতে ছকে উল্লিখিত গ্রাম ও নগর সমাজের স্তরসমূহকে ভাগ করা যায়?
ঘ. বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করো।
উত্তর: ক. নগর বলতে এমন স্থানকে বোঝানো হয়, যেখানে অধিকাংশ মানুষ অকৃষিজ পেশায় জড়িত এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা বিদ্যমান।
উত্তর: খ. কৃষিকাজকে কেন্দ্র করে যে মানববসতি গড়ে ওঠে, তা-ই গ্রামীণ সমাজ হিসেবে চিহ্নিত করা যায়। মিনু মাসানি একটি সাধারণ বংশোদ্ভূত এবং কিছু জমির ওপর সাধারণ মালিকানাসহ একদল লোককে গ্রামীণ সম্প্রদায় হিসেবে অভিহিত করেন। গ্রামীণ সমাজের ভিত্তি হলো কৃষিভিত্তিক উৎপাদনব্যবস্থা। একই সঙ্গে গ্রামীণ সমাজে কৃষিকেন্দ্রিক কুটিরশিল্পও দেখা যায়। মূলত গ্রামীণ সমাজ হলো একটি কৃষিনির্ভর জনপদ, যেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে। এখানে জনসংখ্যার ঘনত্ব কম ও পেশাগত গতিশীলতাও কম।
উত্তর: গ. ক্ষমতার ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত স্তরায়ণ করা যায়।
ক্ষমতার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরসমূহ নিম্নরূপ
ক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর, এরা সাধারণত ধনী কৃষক পরিবার থেকে আগত। গ্রামের ক্ষমতা কাঠামোয় এরা প্রভাবশালী।
খ। গ্রামীণ মোড়ল বা মাতব্বর: গ্রামীণ নেতৃত্বে এদের ভূমিকা রয়েছে। এরা চেয়ারম্যান ও মেম্বরদের প্রতিনিধি হিসেবে গ্রামের সালিস-বিচার ও বিবাদ মীমাংসা করে।
গ। পাড়া বা কোনো দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ: গ্রামীণ সমাজে এরাও ক্ষমতাবান। এরা জনমত গঠন ও জনগণকে সংগঠিত করতে ভূমিকা রাখে।
ঘ। নেতৃত্বে সম্পর্কে সজাগ ও সক্রিয় গ্রাম সদস্য: এরা গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন থাকে।
ঙ। গ্রামীণ নেতৃত্বে ও রাজনীতি সম্পর্কে উদাসীন সাধারণ গ্রাম সদস্য: এরা গ্রামীণ বিভিন্ন বিষয়ে নীরব ভূমিকা পালন করে।
ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের স্তরায়ণ
ক। শাসক এলিট: নগর জীবনে বিভিন্ন প্রশাসনিক কাজের সঙ্গে যারা সম্পৃক্ত।
খ। অশাসক এলিট: বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
গ। চাপ সৃষ্টিকারী দল: নগর সমাজে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক দলের সদস্য।
ঘ। সাধারণ জনগণ।
দেখা যাচ্ছে ছকে উল্লিখিত স্তরায়ণ ক্ষমতার ভিত্তিতেই করা।
উত্তর: ঘ. বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরায়ণের ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
গ্রামীণ সমাজের স্তরায়ণের ক্ষেত্রে ভূমি, শিক্ষা, ক্ষমতা ও বংশমর্যাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্তরায়ণের ক্ষেত্রে জমির পরিমাণ ও মালিকানা আগে যেমন গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে। তবে সাম্প্রতিক সময়ে এ গুরুত্ব কিছুটা হলেও কমেছে। অন্যদিকে, গ্রামীণ সমাজেও নগর সমাজের মতো শিক্ষার গুরুত্ব বেড়েছে। শিক্ষার হার বাড়ায় এবং শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ায় স্তরায়ণের ক্ষেত্রেও এর ভূমিকা বৃদ্ধি পেয়েছে। শিক্ষার ভিত্তিতে স্তরায়ণ জোরালো হচ্ছে। উচ্চশিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা মর্যাদাবান শ্রেণিতে পরিণত হয়েছে। যদিও আগে শিক্ষার গুরুত্ব কম ছিল।
গ্রামীণ সমাজে স্তরায়ণের ক্ষেত্রে বংশমর্যাদার প্রভাব কমেছে আগের চেয়ে। কে চৌধুরী, কে মল্লিক, কে কাজি কিংবা গাজি তা বেশি গুরুত্ব পাচ্ছে না। কে কোন বংশে জন্মগ্রহণ করেছে, সেটা আজ আর গুরুত্বপূর্ণ নয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মর্যাদার চেয়ে মানুষের অর্জিত যোগ্যতাই বেশি প্রাধান্য পাচ্ছে। ক্ষমতার ভিত্তিতে স্তরায়ণের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ক্ষমতাসীন দলের লোকেরা বর্তমানে বিশেষ শ্রেণি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গ্রামীণ চেয়ারম্যান-মেম্বরদের চেয়েও অনেক ক্ষেত্রে এরা প্রভাবশালী হয়ে উঠেছে। গ্রামীণ সমাজের বিভিন্ন সালিস-বিচারসহ নানা বিষয়ে এদের আধিপত্য লক্ষণীয় হয়ে উঠছে। গ্রামীণ সমাজের স্তরায়ণের ক্ষেত্রে সাম্প্রতিক কালে এসব নানা পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠছে।
...................................................................................