রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বাংলা ১ম বহুনির্বাচনী-MCQ HSC


transparent
1. ‘আমলে দেওয়া’ বলতে বোঝায়-
ক.পাত্তা দেওয়া
খ. মান্য করা
গ.অনুসরণ করা
ঘ. দাম দেওয়া

ক.পাত্তা দেওয়া

২. ‘আমেনা’ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক.সূখী
খ.বন্ধ্যা
গ.দরিদ্র
ঘ. কুৎসিত

খ. বন্ধ্যা

৩. ‘পথ্য’ বলতে কী বোঝ?
ক) রোগীর জন্য চিকিৎসাসেবা
খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য
গ) পথের উপযোগী খাদ্য-পানীয়
ঘ) ফল-মূল ইত্যাদি দামি খাবার

খ) রোগীর জন্য উপযুক্ত আহার্য

৪ . ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
ক) কর্নেল
খ) মুক্তিবাহিনী
গ) প্রেসিডেন্ট
ঘ) মিলিটারি

গ) প্রেসিডেন্ট

৫ . ‘আমার পথ’ প্রবন্থে যে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে-
i. দাসত্বের শৃঙ্খল
ii. ব্যক্তির অন্তরের সত্য
iii. মিথ্যার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
খ) ii
৬.আগে থেকেই খাবার জমিয়ে রাখে কারা?
ক) মানুষ
খ) বানর
গ) মৌমাছি
ঘ) পিঁপড়া
ঘ) পিঁপড়া
৭. মজিদের প্রথমা স্ত্রীর নাম কী?
ক) রহিমা
খ) জমিলা
গ) আমেনা
ঘ) মতিবিবি
ক রহিমা
৮. ‘ধড়মড়’ কোন ধরনের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
গ) বাগধারা জাতীয় শব্দ
ঘ) বিশেষণবাচক শব্দ
খ) দ্বিরুক্তি শব্দ
৯. ‘গোপাল’ সম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকে কাদের সাথে তুলনা করেন?
ক) মা-মাসিমা
খ) মাসি-পিসিমা
গ) ঠাকুরমা-দিমিা
ঘ) মা-পিসিমা
ঘ. মা-পিসিমা
১০‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ক.বিভূতিভূষণ
১১. মাসি এবং পিসি উভয়ই-
ক) সধবা নারী
খ) কুলীন নারী
গ) প্রিয়ংবদা নারী
ঘ) বিধবা নারী
ঘ) বিধবা নারী
১২. মাসি-পিসি সালতি নিয়ে কখনবাড়িগ ফিরছিল?
ক) দুপুর বেলায়
খ) বিকেল বেলায়
গ) শেষ বেলায়
ঘ) সন্ধ্যা বেলায়
গ) শেষ বেলায়
১৩ . ঢেঙা বুড়োর বিচারে মজিদ কোনসুরা পাঠ করেছিল?
ক) আল ইমরান
খ) আল বাকারা
গ) আল ফাতেহা
ঘ) আন-নূর
ঘ) আন-নূর
১৪ পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) মজিদ
খ) জমিলা
গ) রহিমা
ঘ) আমেনা
ক) মজিদ
১৫ .‘ব্যঞ্জন’ শব্দের অর্থ- ক) ক থেকে হ পর্যন্ত বর্ণ
খ) রান্না করা তরকারি
গ) একত্রিত হওয়া
ঘ) জাউ ভাত
খ) রান্না করা তরকারি
১৬ . অনুপম কার হাতে মানুষ?
ক) মা’র
খ) বাবার
গ) মামার
ঘ) ধাত্রীর

ক) মামা’র
১৭ .রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে?
ক) হাসুনির মা
খ) আমেনা
গ) তাহেরের বাপ
ঘ) জমিলা

ক) হাসুনির মা
১৮. বুড়ির পারিবারিক অবস্থা হলো-
i. স্বামী বেঁচে নেই
ii. একমাত্র মেয়ে মারা গেছে
iii. এক নাতনি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

ঘ) i, ii ও iii
১৯. দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা ভন্ডামি, মেকি তা সব দূর করতে কে আগুনের সম্মার্জনা হবে?
ক) শনি
খ) বৃহস্পতি
গ) পৃথিবী
ঘ) প্রাবন্ধিক

ঘ) প্রাবন্ধিক
২০. লেখক কাদের দূর করতে আগুনের সম্মার্জনা হবে?
ক) দেশের শত্রুদের
খ) দেশদ্রোহীদের
গ) কপটচারীদের
ঘ) দুষ্ট লোকদের

ক) দেশের শত্রুদের
২১ .নাটক শব্দের আভিধানিক অর্থ কি ?
ক.অভিনয় করা খ.নড়াচরা করা
গ.নৃত্যগীত করা ঘ. সংলাপ করা
খ.নড়াচরা করা
২২ .সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদিবেগকে কত টাকা অগ্রিম দিতে হয় ?
ক.দুই হাজার খ. পাচঁ হাজার
গ.দশ হাজার ঘ. পনেরো হাজার
খ. পাচঁ হাজার
২৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী?
ক. নয়ন খ. খোকা
গ. মানিক ঘ. প্রফুল
-----
২৪.সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহন করেন?
ক.রংপুর জেলার মিঠাপুকুর
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
গ.রাজবাড়ী জেলার পাংশা
ঘ.বরিশাল জেলার নলছিটি উপজেলায়
খ.সাতক্ষীরার জেলার তালা উপজেলায়
২৫. কী খেতে খেতে মাদাম লোইসেল প্রণয়লীলার কাহিনি শোনার কল্পনা করেন?
ক) মুরগির পাখনা খ) হাঁসের মাংস
গ) সুস্বাদু কেক ঘ) হরিণের মাংস
ক) মুরগির পাখনা
২৬. ট্রামওয়ে বলতে কী বোঝানো হয়েছে ?
ক.বিমান চলাচলের রাস্তা খ.বাস চলাচলের রাস্তা
গ.ট্রাম চলাচলের রাস্তা ঘ.নৌকা চলাচলের রাস্তা
খ.বাস চলাচলের রাস্তা
২৭. চাষার দুক্ষু প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে ?
ক.ইউরোপের মহাযুদ্ধ খ.ক্রিমিয়ার যুদ্ধ
গ.মুক্তিযুদ্ধ ঘ.ব্রিটিশ যুদ্ধ
ক.ইউরোপের মহাযুদ্ধ
২৮. এন্ডি রেশমের উৎপত্তির স্থল-
ক.রংপুর-আসাম খ.রাজশাহী-দিনাজপুর
গ.রংপুর-গোহাটি ঘ.রাজশাহী-বগুড়া
ক.রংপুর-আসাম
২৯. গোলাভরা ধান, পুকুরভরা মাছ আর গোয়ালভরা গরু কথাটি টেকে না কোন লেখায় ?
ক.আমার পথ
খ.চাষার দুক্ষু
গ.বায়ান্নর দিনগুলো
ঘ.রেইনকোট
খ.চাষার দুক্ষু
৩০. বাঙালি মুসলিম নারী জাগরনের অগ্রদূত কে?
ক.সিদ্দিকা কবীর
খ.সুফিয়া কামাল
গ.সেলিনা হোসেন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন
ঘ.রোকেয়া সাখাওয়াত হোসন

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

টেক্স ডকুমেন্ট স্লাইডার ওকে





1. I love you the more in that I believe you had liked me for my own sake and for nothing else লেখক পরিচিতি:= কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫এ মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬) জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ হিসেবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল; আর এসেই প্রচলিত শিল্পসমূহকে নতুন বিষয় ও নতুন শব্দের বাংলা সাহিত্য ও সংগীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, ১৯১৭ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা, সম্পাদনা কিংবা চলচিত্রের সঙ্গে যুক্ত হওয়াসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তাঁর জীবন ছিল পূর্ণ। মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্বাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশে স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছু কাল পরে মৃত্যু তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও বিচরণ করেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে ‘বাঁধনহারা’, ‘মৃত্যু-ক্ষুদা’, ‘কুহেলিকা’ এবং গল্পগ্রন্থের মধ্যে ‘ব্যথার দান’, ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘যুগ-বাণী’, ‘দুর্দিনের যাত্রী’, ‘রুদ্র-মঙ্গল’, ‘রাজবন্দির জবানবন্দি’ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯এ আগস্ট (১২ ই ভাদ্র ১৩৮৩) ঢাকায় মৃত্যুবরণ করেন।

- John Keats

তত







বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আমার পথ



লেখক পরিচিতি:=

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫এ মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬) জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন।

সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ হিসেবে তিনি সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল; আর এসেই প্রচলিত শিল্পসমূহকে নতুন বিষয় ও নতুন শব্দের বাংলা সাহিত্য ও সংগীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, ১৯১৭ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা, সম্পাদনা কিংবা চলচিত্রের সঙ্গে যুক্ত হওয়াসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তাঁর জীবন ছিল পূর্ণ। মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্বাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশে স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছু কাল পরে মৃত্যু তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়।

মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও বিচরণ করেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে ‘বাঁধনহারা’, ‘মৃত্যু-ক্ষুদা’, ‘কুহেলিকা’ এবং গল্পগ্রন্থের মধ্যে ‘ব্যথার দান’, ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘যুগ-বাণী’, ‘দুর্দিনের যাত্রী’, ‘রুদ্র-মঙ্গল’, ‘রাজবন্দির জবানবন্দি’ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।

কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯এ আগস্ট (১২ ই ভাদ্র ১৩৮৩) ঢাকায় মৃত্যুবরণ করেন।

রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

Docoment text


W3.CSS

হেডিং =:

In this example we add tabbed content inside the modal.

×

শিরোনাম

London

London is the most populous city in the United Kingdom, with a metropolitan area of over 9 million inhabitants.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim vয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনিয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরeniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Paris

Paris is the capital of France.

Lorem ipsum dolor sit amয-ফলা বনাম য-ফলা আয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো য-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরনো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরবিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরet, consectetur adipiscing elit.

Tokyo

Tokyo is the capital ofয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো য-ফয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরবিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের Japan.


england

London is the most populous city in the United Kingdom, with a metropolitan area of over 9 million inhabitants. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim vয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনিয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরeniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

france

Paris is the capital of France.

Lorem ipsum dolor sit amয-ফলা বনাম য-ফলা আয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো য-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরনো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরবিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরet, consectetur adipiscing elit.

japan

Tokyo is the capital ofয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো য-ফয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরবিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের Japan.


অপেল

অোপেল is the capital ofয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো য-ফয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুয-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদেরবিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের Japan.


য-ফলা বনাম য-ফলা আকার দেয়া বানান আমাদের এখন উচিত, বানানের এলেবেলে বিশয়গুলো মিটিয়ে ফেলা। বাঙলা ভাষার সারল্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো। একুশের মাস এলে কতো বিলাপ শোনা যায়। দুখিনি বাঙলা ভাশা বলে কতো লেখা প্রকাশিত হয়। অবাক হই আমি। বাঙলাকে তো আমরাই দুঃখ দিচ্ছি তাকে বাঙলামন্ত না করে। আর ফোঁটা কাটা অনুস্বারবাদিদের