ছাড়পত্র কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
১। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪৫
খ. ১৯৪৬
গ. ১৯৪৭
ঘ. ১৯৪৮
২। সুকান্ত ভট্টাচার্যের কত বছর বয়সে মৃত্যু হয়েছিল?
ক. ২১ বছর
খ. ২২ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
৩। কোন বয়সের ভয় নেই?
ক. পনেরো বছর বয়সের
খ. সতেরো বছর বয়সের
গ. আঠারো বছর বয়সের
ঘ. বিশ বছর বয়সের
৪।কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৬
খ. ১৯২৭
গ. ১৯২৮
ঘ. ১৯২৯
৫।কবি সুকান্ত আঠারো বছর বয়সে পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চায় কেন?
ক. এ বয়স বেপরোয়া
খ. এ বয়স আবেগময়
গ. এ বয়স নির্ভীক
ঘ. এ বয়স উদ্যমী
৬।কবি সুকান্ত ভট্টাচার্যের এ দেশের বুকে আঠারো বছর বয়স কামনা করার কারণ কোনটি?
ক. এ বয়স জড়তা ও স্থবিরতার বিরুদ্ধে
খ. এ বয়স পথ চলতে ভয় পায় না
গ. আঠারো বছর বয়স ভবিষ্যৎ জাতির কর্ণধার
ঘ. এ বয়সে মনে অনেক স্বপ্ন উঁকি দেয়
৭। আঠারো বছর বয়সে ছেলেরা রক্ত মূল্য দেয় কেন?
ক. স্বার্থ ও শান্তির জন্য
খ. সুন্দর, শুভ ও কল্যাণের জন্য
গ. প্রশংসা পাওয়ার জন্য
ঘ. দেশমাতৃকার জন্য
৮। প্রাণবন্ত তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে কেন?
ক. সামাজিক বৈষম্যে
খ. বয়সের ধর্ম
গ. শোষণরোধে
ঘ. সমাজ বিচ্ছিন্নে
৯।‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’—চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. জীবন বিপর্যয়
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস
গ. সুগভীর সংবেদনশীলতা
ঘ. প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতা
১০।কবি সুকান্ত আঠারো বছর বয়সের তরুণদের চলার গতিবেগ কোনটির সঙ্গে তুলনা করেছেন?
ক. বাতাসের
খ. দুর্যোগের
গ. স্টিমারের
ঘ. ঝড়ের
১১।সুকান্তের মতে কোন বয়স দুঃসহ?
ক. পনেরো বছর
খ. ষোলো বছর
গ. আঠারো বছর
ঘ. বিশ বছর
১২। একুশ বছর বয়সে অকাল মৃত্যু ঘটে বাংলার কোন কবির?
ক. মধুসূদন দত্ত খ. জীবনানন্দ দাশ
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. দিলওয়ার
১৩। আঠারো বছর বয়স নিচের কোন বিষয়টি সম্পর্কে জানে?
ক. প্রাণ দিতে
খ. রক্তদানের পুণ্য
গ. সংগ্রাম করতে
ঘ. আন্দোলন করতে
১৪। ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. শামসুর রাহমান
১৫। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কে স্বপ্ন দেখে নতুন জীবনের?
ক. তারুণ্য
খ. কৈশোর
গ. বার্ধক্য
ঘ. শৈশব
১৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কিসে পদার্পণ করে বলে মানুষ আত্মপ্রত্যয়ী হয়?
ক. বার্ধক্যে
খ. কৈশোরে
গ. বৈবাহিক জীবনে
ঘ. দুর্বিনীত যৌবনে
১৭। কবি সুকান্তের মতে কোন বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত?
ক. ষোলো বছর বয়স
খ. সতেরো বছর বয়স
গ. আঠারো বছর বয়স
ঘ. উনিশ বছর বয়স
১৮। কবি সুকান্তের মতে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই কোন বয়সের বৈশিষ্ট্য?
ক. আঠারো বছর
খ. উনিশ বছর
গ. বিশ বছর
ঘ. একুশ বছর
১৯। কবি সুকান্তের মতে সামাজিক বৈষম্য ও ভেদাভেদ দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?
ক. প্রাণবন্ত বয়স্করা
খ. প্রাণবন্ত তরুণরা
গ. প্রাণবন্ত কিশোররা
ঘ. ভীরু কাপুরুষরা
২০। আঠারো বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কী হতে পারে?
ক. বিশৃঙ্খলা
খ. উন্নতি
গ. পদস্খলন
ঘ. অধঃপতন
২১। আঠারো বছর বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক. তারা শুধু সংগ্রাম করতে পছন্দ করে
খ. মাথা নোয়ানো তাদের স্বভাববিরোধী
গ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর নয়
ঘ. এ বয়সে পথ চলতে যায় থেমে
২২। আঠারো বছর বয়সের সঙ্গে তুলনা করা যায়—
ক. কাপুরুষতা
খ. সংশয়
গ. ভীরুতা
ঘ. দুঃসাহস
২৩। দুঃসাহসের সঠিক সন্ধি বিচ্ছেদ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. দুঃ + সাহস
খ. দুস্ + সাহস
গ. দূঃ + সাহস
ঘ. দুর + সাহস
২৪। ‘বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি’—চরণটির অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?
ক. চারপাশের অন্যায়, অত্যাচারে তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে
খ. তারুণ স্বপ্ন দেখে নতুন জীবনের
গ. মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি
ঘ. দুঃসাহসী স্বপ্ন, কল্পনা এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে
২৫। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি নেতিবাচক দিক কিভাবে নির্দেশ করেছেন?
ক. নৈতিক স্থান
খ. মনের স্থবিরতা
গ. নিজেকে সচেতনভাবে পরিচালনা করতে না পারা
ঘ. তারুণ্যের স্বপ্ন কামনা
২৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবির প্রার্থনা কী?
ক. তারুণ্যের জয়গান
খ. নতুন নতুন আবিষ্কার
গ. সমাজজীবনে তরুণের প্রেরণা
ঘ. তারুণ্য জাতীয় জীবনের চালিকাশক্তি
২৭।তরুণদের প্রতি কবি সুকান্তের আহ্বান কোনটি?
ক. তারা অন্যায়ের প্রতিবাদ করুক
খ. তারা জাতীয় জীবনের চালিকাশক্তি হোক
গ. তারা সমাজে শুভ ও মঙ্গল বয়ে আনুক
ঘ. তারা নতুনের মধ্যে প্রেরণা হয়ে থাক
২৮। আঠারো বছর বয়স বলতে কবি মূলত নির্দেশ করেছেন—
i. জীবন সন্ধিঃক্ষণের শারীরিক ও মানসিক পরিবর্তন
ii. নতুন জীবন গড়ার স্বপ্ন
iii. তেজদীপ্ত তারুণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯। আঠারো বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কারণ—
i. এ সময় জীবন গড়ার প্রস্তুতি পর্ব
ii. এ সময়ে তরুণরা বেয়াড়া হয়
iii. এ বয়স হতেই তরুণরা জীবনে ঝুঁকি নিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ—
i. দুঃসাহস
ii. পরনির্ভরশীলতা
iii. প্রবল আবেগ ও উচ্ছ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১। কবি সুকান্ত নিম্নের যেটির সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন—
i. বাষ্পের বেগ
ii. স্টিমারের গতি
iii. লঞ্চের গতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২। কবি এ দেশের বুকে আঠারো আসুক নেমে কামনার মধ্য দিয়ে প্রকাশ করেছেন—
i. তারুণ্যের জয়গান
ii. তারুণ্যের বন্দনা
iii. তারুণ্যের ভূমিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রানার বাবা রানাকে বলেন, আঠারো বছর বয়স মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ এ সময় মানুষের শরীরে থাকে অমিয় তেজ। এ বয়সে মানুষ যেকোনো দুঃসাহসিক কাজে নিঃসংকোচেএগিয়ে আসে। এ বয়স ঝুঁকি নেওয়ার বয়স। এ বয়সে দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার মনোভাব জাগ্রত হয়। তাই এ বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্ত দিতে জানে।
৩৩।উদ্দীপকের শেষ লাইনের প্রতিফলন লক্ষ করা যায় ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণে?
ক. বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি
খ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
গ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
ঘ. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
৩৪। উদ্দীপকটির মাধ্যমে প্রকাশ ঘটেছে—
i. আঠারো বছর বয়সের জয়গান
ii. আঠারো বছর বয়স দুঃসাহসিক
iii. আঠারো বছর বয়স বিশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করছে। এ দেখে কাদেরের অন্তর কেঁদে ওঠে। সে ঘরে বসে থাকতে পারে না। হাতে তুলে নেয় অস্ত্র এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দৃঢ় মনোভাবের সঙ্গে শত্রুর বুলেট বোমার মোকাবিলা করতে থাকে। হঠাৎ একটা বুলেটের আঘাতে কাদেরের মৃত্যু হয়। কাদের শহীদ হয় স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে।
৩৫।উদ্দীপকের কাদের ‘আঠারো বছর বয়স’ কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে?
ক. আঠারো বছর বয়সীদের
খ. কবির
গ. প্রবীণদের
ঘ. কিশোরদের
৩৬। কাদেরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্যে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে—
i. তরুণদের দুঃসাহসিকতা
ii. তরুণদের অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া
iii. বুলেটের আঘাতে প্রাণ দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাসিরের বয়স কম হলেও সাহস কম নয়। যেকোনো ঝুঁকিপূর্ণ কাজে সে সবার আগে এগিয়ে আসে। দেশ ও দশের কল্যাণে সে যেমন অগণিত প্রাণ হরণ করতে পারে তেমনি নিজের প্রাণও দিতে পারে। সে নিজের প্রাণ দিতে দ্বিধাবোধ করবে না যদি তার প্রাণের বিনিময়ে মহৎ কিছু সংগঠিত হয়।
৩৭। আলোচ্য উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার ছায়াপাত ঘটেছে?
ক. সাম্যবাদী
খ. সেই অস্ত্র
গ. ঐকতান
ঘ. আঠারো বছর বয়স
৩৮। উদ্দীপকের নাসির ও তরুণদের মধ্যে যে বৈশিষ্ট্য লক্ষণীয়—
i. দুঃসাহসিকতা
ii. কল্যাণের মন্ত্রে দীক্ষিত
iii. দেশ ও দশের জন্য অনুগত প্রাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল সাহেব একজন কবি। তিনি তাঁর কবিতায় সর্বদাই তারুণ্যের জয়গান তুলে ধরেন। তিনি মনে করেন তারুণ্য শক্তি অপরিমেয়। এ শক্তির সঙ্গে লড়াই করে পৃথিবীর অন্য কোনো শক্তি টিকতে পারে না। তরুণরা যেকোনো অজেয়কে জয় করতে পারে। প্রবীণরা যে কাজ করতে ভয় পায় তরুণরা অনায়াসে সে কাজ করতে পারে।
৩৯। উদ্দীপকের কামাল সাহেব তোমার পাঠ্য বইয়ের কোন কবিকে সমর্থন করে?
ক. কাজী নজরুল ইসলাম খ. সুকান্ত ভট্টার্চায্য *
ঘ. শামসুর রাহমান ঘ. আল মাহমুদ
৪০।উক্ত কবির কবিতার ভাবের সঙ্গে সংগতিপূর্ণ কবিতার বিষয়বস্তু—
i. তারুণ্যের জয়গান
ii. প্রবীণদের নিন্দা করা
iii. তারুণ্য শক্তির স্তুতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ