বিদেশী কবিতা 1


John Doe
আলী হাসান শিমুল প্রকাশ ১২ই ফেব্রুয়ারী ২০১৯ইং:-


papa don't preach
---singer madona

Papa I know you're going to be upset
'Cause I was always your little girl
But you should know by now
I'm not a baby
You always taught me right from wrong
I need your help, daddy please be strong
I may be young at heart
But I know what I'm saying
The one you warned me all about
The one you said I could do without
We're in an awful mess
And I don't mean maybe, please
Papa don't preach I'm in trouble deep
Papa don't preach, I've been losing sleep
But I made up my mind, I'm keeping my baby, hm
I'm gonna keep my baby, hm
He says that he's going to marry me
We can raise a little family
Maybe we'll be all right
It's a sacrifice
ut my friends keep telling me to give it up
Saying I'm too young, I ought to live it up
What I need right now is some good advice, please
Papa…





বাবা কাউকে বলো না --ম্যাডোনা

বাবা কাউকে বলো না
বাবা আমি জানি তুমি মন খারাপ করবে
‘কারণ ’ আমি তোমার ছোট্ট মেয়ে ছিলাম
তবে আপনার এখন বুঝা উচিৎ
আমি বাচ্চা নই
তুমি আমাকে সব সময় ভালোমন্দ শিক্ষা দিয়েছ ।
আমার এখন আপনার সাহায্য দরকার ,বাবা দয়া করে শক্ত হন।
আমি ছোট হতে পারি
তবে আমি জানি আমি কি বলছি ,
আপনি যার সম্পর্কে আমাকে সতর্ক করেছিলেন
কেউ একজন আপনাকে বলেছিল
আমরা এখন ভয়ানক ভুল করেছি ।
বাবা আমাকে বকো না দয়া করো আমি সম্যায় পড়েছি ।
বাবা কাউকে বলো না আমার ঘুম পাচ্ছে ।
কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাচ্চা রাখব হুম..
আমি আমার বাচ্চা রাখব হুম..হুম..
সে আমাকে বিয়ে করতে চলেছে
আমরা একটি পরিবার বানাতে পারি ।
আমরা ঠিক হয়ে যাব
এটি একটি ত্যাগ
তবে আমার বন্ধুরা আমাকে ছেড়ে দিতে বলছে ,
আমি খুব তরুণ ,এই কথাটি বলার অপেক্ষা রাখে না
দয়া করে আমাকে কিছু ভালো পরামর্শ দাও
বাবা....


আমি তো কথাটা বলেছিলাম
পুস্কর দাশ গুপ্ত

আমি কথাটা বলেছিলাম
বানর কিনতে গেলে
যেগুলো বেশ ছটফটে আর তোমাদের প্রায়
-- ভয় পাইয়ে দেয় ওগুলোই নিতে হয় ।
আর তোমাদের বুকের ভেতর লেপ্টে থাকা ঘমিয়ে পড়া শান্তশিষ্ট
-- কোন বানর কক্ষনো বাছতে নেই
কারণ ওগুলো আফিং খাওয়ানো বানর যারা পরদিন
-- হিংস্র হয়ে ওঠে
এইটাই ঘটেছিল একটা কমবয়সী মেয়ের ও নাকে কামড় খেয়েছিল

Trulli Trulli




খুব কাছে এসো না – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।

তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্‌র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী

Zaki Tours & Travels Zaki Tours & Travels

1.Ticketing

2.Hotel booking

3.Pakage tour

4.Visa Processing

shop#31/32,Waz-Plaza(Ground Flor) 1no.Kalma,savar,dhaka-1341,Email:zakitravels2017@gmail.com