ভূগোল পঞ্চম অধ্যায়


Bootstrap Example

পঞ্চম অধ্যায় (জলবায়ূর উপাদান ও নিয়ামক )

১। মি: রফিক সাথেব ফ্রান্সে গিয়ে দেখলেন শীতকালে প্রচুর বৃষ্টিপাত হতে। সেখানে তিনি কয়েকজন মানুষের সাথে আলোচনা করে জানতে পারলেন জলবায়ূগত বারণে এখানে শীতকালে বৃষ্ঠিপাত হয় । আর এ বৃষ্টিপাত সংঘটিত হয় মূলত আর্দ্র পশ্চিমা বায়ূপ্রবাহের জন্য।
ক. জলবায়ূ কাকে বলে ?
খ. নিরক্ষীয় জলবায়ূ অঞ্চলের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
গ.উদ্দীপকে কোন ধরনের জলবায়ূর ইঙ্গিত দেওয়া হয়েছে বর্ণনা কর।
ঘ . উদ্দীপকের আলোকে বায়ূপ্রবাহের সাথে বৃষ্টিপাতের সম্পর্ক বিশ্লেষণ কর।

১।জলবায়ূর উপাদান হল -
ক.উচ্চতা খ অক্ষাংশ গ.তাপমাত্রা ঘ. বনভূমি
উত্তর:তামমাত্রা
২। উত্তর গোলার্ধ অয়ন বায়ূ প্রবাহিত হয় -
ক.উত্তর পূর্ব দিক হতে খ পশ্চিম দিক হতে
গ.দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘ.দক্ষিণ পূর্ব দিক হতে
উ:-ক.উত্তর পূর্ব দিক হতে
৩। দক্ষিণ গোর্লাধে আয়ন বায়ূ প্রবাহিত হয় -
ক.দক্ষিণ পূর্ব দিক থেকে খ.দক্ষিণ পশ্চিম দিক থেকে
গ.সোজা পশ্চিম দিক থেকে ঘ.উত্তর-পূর্ব দিক থেকে
উ:ক.দক্ষিণ পূর্ব দিক থেকে
৫। পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন ?
ক.অয়ন বায়ূর জন্য খ পশ্চিমা বায়ূর জন্য
গ.মেরু বায়ূর জন্য ঘ. সমুদ্র বায়ূর জন্য
উ:-ক.অয়ন বায়ূর জন্য
৬। সাহারা মরুভূমি সৃষ্টির কারণ হলো -
ক. দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ূ খ. উত্তর -পশ্চিম পশ্চিমা বায়ূ
গ.উত্তর -পূর্ব অয়ন বায়ূ ঘ. দখ্ষিণ -পূর্ব অয়ন বায়ূ
উ:গ.উত্তর -পূর্ব অয়ন বায়ূ
৭। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে ?
ক.উত্তর-পূর্ব খ. উত্তর -পশ্চিম
গ.দক্ষিণ -পূর্ব ঘ. দখ্ষিাণ -পশ্চিম
উ:খ. উত্তর -পশ্চিম
৮। পরিচলন বৃষ্টিপাত ঘতে কোন অঞ্চলে ?
ক নিরক্ষীয় অঞ্চলে খ. ক্রান্তীয় অঞ্চলে
গ.মেরু অঞ্চলে ঘ. উপ -ক্রান্তীয় অঞ্চলে
উ:ক নিরক্ষীয় অঞ্চলে
৯। বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় --
ক. পর্বতের পতিবাত ঢালে খ. পর্বতের অনুবাত ঢালে
গ.সমভূমি অঞ্চলে ঘ সমুদ্র থেকে দুরবর্তী অঞ্চলে
উ; খ. পর্বতের অনুবাত ঢালে
১০। পরিচলন বৃষ্টিপাত হয় কোন সময় ?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. সারা বছর ঘ. শরৎকালে
উ:-গ সারা বছর ।
১১।কী কারণে বায়ূ একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয় ।
ক.বায়ূর তাপ ও চাপের পার্থক্য
খ.বায়ূর গতিপথে র্পবতের অবস্থান
গ.চাপ বলয়ের পরির্বতন হলে
ঘ.স্বল্প আর্দ্রতার কারণে
উত্তর: ক.বায়ূর তাপ ও চাপের পার্থক্য
১২।কোন মহাসাগরের প্রবল বায়ূপ্রবাহ গর্জনশীল চল্লিশা মামে পরিচিত
ক.উত্তর মহাসাগর
খ.উত্তর প্রশান্ত মহাসাগর
গ.দক্ষিণ মহাসাগর
ঘ.দক্ষিণ আটলান্টিক মহাসাগর
উত্তর ঘ.দক্ষিণ আটলান্টিক মহাসাগর
১৩। র্গজনশীল চল্লিশার সাথে সম্পর্কযুক্ত বায়ূ কোনটি ?
ক.মেরু বায়ূ খ.অয়ন বায়ূ
গ.পশ্চিমা বায়ূ ঘ .স্থানীয় বায়ূ
উত্তর ঘ .পশ্চিমা বায়ূ
১৪।বায়ূ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেকেঁ যায় । সূত্রটি হলো --
ক নিউটনের সূত্র খ.ডালটনের সূত্র
গ.ফেরেলের সূত্র ঘ. প্যাসকেলের সূত্র
উত্তর:গ.ফেরেলের সূত্র
১৫। উত্তর গোলার্ধে বায়ূপ্রবাহ ডান দিকে বেকেঁ যায় কারণ হলো --
ক.মাধ্যাকর্ষণ শক্তি খ.পৃথিবীর পরিক্রমণ
গ.পৃথিবীর আবর্তন ঘ. কোনটাই সত্য নয়
উত্তর:গ.পৃথিবীর আবর্তন
১৬। বায়ূর চাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণ হলো-
ক.সূর্য়ের আাপাত বার্ষিক গতি খ.সূর্যের আবর্তন গতি
গ.কেন্দ্রাতিক বলের প্রভাব ঘ.সমেুদ্রের প্রভাব
উত্তর:ক.সূর্য়ের আাপাত বার্ষিক গতি
১৭। নিয়ত বায়ূর সীমার পরিবর্তন হয় --
ক.পর্বত গাত্রে বাধার ফলে খ. বায়ূর ঘর্ষনের ফলে
গ.বায়ূর চাপ বলয়ের স্থান পরির্বতনের ফলে ঘ.সমৃদ্র বায়ূর প্রভাবে
উত্তর: গ.বায়ূর চাপ বলয়ের স্থান পরির্বতনের ফলে