চর্তুথ অধ্যায় (বায়ূমন্ডল ও বায়ূদুষণ )
১। A হাইড্রোজেন B হিলিয়াম C অক্সিজেন D নইট্রোজেন
ক.বায়ুমন্ডল কী ?
খ. জীবের প্রোটিনজাত খাদ্য প্রস্তুতে সাহায্য করে যে গ্যাস তা ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকটি বায়ূমন্ডলের কোন শ্রেণিবিভাগের ইঙ্গিত করেছে বর্ণনা কর ।
ঘ.বায়ূমন্ডলের আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ কর ।
২। মনিক গ্রাম থেকে ঢাকা এসে অনুভব করল গ্রামের তুলনায় শহরের বাতাস বেশ গরম । বাইরে বের হলে গাড়ির ধোঁয়াতে চোখ , মখ যেন বন্ধ হয়ে আসে । শ্বাস নিতে কষ্ঠ হয় । দুই দিন থাকার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ল ।
ক.বায়ূ কী ?
খ.সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণকারী স্তর কোনটি ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকে মানিকের ভ্রমণকৃত স্থানের বাতাস গরম হওয়ার কারণ কী ? বর্ণনা কর ।
ঘ.উদ্দীপকের আলোকে মানিকের অসুস্থতার কারণ নিজের ভাষায় বিশ্লেষণ কর ।
চর্তুথ অধ্যায় (বায়ূমন্ডল ও বায়ূ দুষণ )
১। বায়ূমন্ডলের গঠনকারী গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ।ক.নাইট্রোজেন খ . অক্সিজেন
গ. আরগান ঘ. হিলিয়াম
২। প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ূর তাপমাত্রা হ্রাস পায় ।
ক. ৫.৪ সে খ . ৬.৪ সে
গ. ৭.৪সে ঘ. ৮.৪ সে
৩। বায়ূমন্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি ?
ক. ট্রাপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
৪। কোনটি বায়ূদুষণের স্থির উৎস নয় ?
ক.রেফ্রিজারেটর শিল্প খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ.শ্ল্পি প্রক্রিয়াকরণ ঘ. পরিবহন স্থল জল ও আকাশ পথে
৫। বায়ূমন্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখারে প্রায় সমান থাকে তাকে বলে -
ক.সমমন্ডল খ . বিষমমন্ডল
গ. ওজোনোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার
৬। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ূমন্ডলের কোন স্তরটি উত্তম ?
ক. ট্রপোস্ফিয়ার ক স্ট্রাটোস্ফিয়ার
গ.থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার