ভূগোল তৃতীয় অধ্যায়


ভূগোল ‍তৃতীয় অধ্যায়

তৃতীয় অ্ধ্যায় (ভূমিরূপ পরির্বতন)

১ রিপন রাতে শুয়ে থেকে অনুভব করল তার খাট হঠাৎ কেপেঁ উঠল । অল্প সময় পর কাঁপা বন্ধ হয়ে গেল । পরদিস সকালে শুনল পুরানো ঢাকার একটি বিল্ডিং ধসে পড়েছে । বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন এটি একটি আকস্মিক পরির্বতন ।
ক. সুনামি কি ?
খ.যেমন আগ্নেয়গিরি হতে বিস্ফোরণ ঘটেই চলছে তাকে কোন জাতীয় আগ্নেয়গিরি বলে ? ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকের আলোকে রিপনের খাট কেঁপে ওঠার কারণ বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকের বিল্ডিং ধসে পড়ার সাথে রিপনের বাবার ইঙ্গিতকৃত বিষয়টি বিশ্লেষণ কর ।

২। শঙ্কর স্যার নদীবিষয়ক আলোচনায় বললেন , র্বতমানের চেয়ে কয়েক বছর আগে পদ্মা নদীর স্রোতের বেগ বেশি ছিল , সে কারণে দৌলতদিয়া থেকে শিবচর থানা পর্যন্ত পদ্মা নদীর পশ্চিম পাড়ে মাঝে মাঝে এক ধরনের র্গত দেখা যায় ।
ক.ভূমিকম্প কী ?
খ.‘ভি’ আকৃতির উপত্যকা নদীর কোন অবস্থায়ি সৃষ্টি হয় - ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকে কোন ধরনের ভূমিরূপের কথা বলা হয়েছে ? বর্নণা কর ।
ঘ.উদ্দীপকে যে ভূমিরূপের কথা বলা হয়েছে সেটি নদীর কোন পর্যায়ে সৃষ্টি হয় ব্যাখ্যা কর ।

৩ । ফরাসী ভূবিজ্ঞানী লি-পিনচন ১৯৬৮ সালে বিভিন্ন তথ্যের আলোকে একটি মতবাদ প্রদান করেন । সেটি পৃথিবীর ভূমিরূপ ও পর্বত গঠন সংক্রান্ত মতবাদ । এ মতবাদ পর্যালোচনায় দেখা যায় এর ফলে পৃথিবীতে ঝাঁকুনির সৃষ্ঠি হতে পারে । ফলে নতুন ভূমির উহ্থান পতন , এমন কি নদীর গতিপথ পরির্বতন হতে পারে ।
ক.রিখটার স্কেল কী ?
খ.নদীর কোন ধরনের ক্ষয়কার্যের ফলে ইংরেজি ভি অক্ষরের রূপ ধারণ করে ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে কোন মতবাদের কথা বলা হয়েছে ?মতবাদের মূল বক্তব্য বর্ণনা কর ।
ঘ.উদ্দীপকে উল্লিখিত ঝাকুনির সৃষ্ঠির কারণগুলো তত্ত্বের আলোকে বিশ্লেষন কর ।


তৃতীয় অধ্যায় (ভূমিরূপ পরির্বতন MCQ )
১। পাত সঞ্চালন মতবাদ প্রদান করেন কে ?
ক.লি পিনচন খ ডাডলি স্ট্যাম্প
গ.ইবাটস্‌থেনিস ঘ. রিচার্ড হাটশোন

২। ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লী পিনচন কত সালে পাত-সঞ্চালনন মতবাদ প্রদান করেন ।
ক. ১৯৬১ সালে খ. ১৯৬৩ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে

৩। ভূত্বক প্রধানত কয়টি পাতের উপর অবস্থিত ?
ক. ৫ খ ৬ গ. ৭ ঘ. ৮ টি

৪। ভুমিকম্প তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিস্কার করেন ?
ক. জেভিয়ার লি পিনচন ক আলেকজান্ডার হামবোল্ড
গ. রিখটার ঘ. হার্টশোন

৫। রিখটার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
ক. বারিপাত খ ভুমিকম্পের তীব্রতা
গ. বায়ূপ্রবাহের গতি ঘ.স্রোতের তীব্রতা

৬। নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয় ।
ক. ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি খ. বনভূমি এবং পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি ঘ. বনভূমি ও সমভূমি অঞ্চলে

৭। মুনামি শব্দের অর্থ কী ?
ক. ঢেউ খ চোখ
গ.ঝড় ঘ. বন্যা্

৮ পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে ?
ক. ৩৫০টি খ. ৫০০
গ. ৫১৬ ঘ. ৫২৯

নিচের অনুচ্ছেদটি দেখ এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও ।

৯। চিত্রে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে ।
ক. ভূমিকম্প খ. সমুদ্রস্রোত
গ. সুনামী ঘ. জোয়ার

১০। চিত্রে প্রদর্শিত প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার কারণ ।
র. ভূমিকম্প
রর. আগ্নেয়গিরি অগ্নুৎপাত
ররর. ভূমিধস
নিচের কোনটি সঠিক ?
ক- র ও রর খ-র ও ররর
গ-রর ও ররর ঘ-র,রর ও ররর
উত্তর: ক র ও রর
১১।পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ?
ক. নায়াগ্রা খ . ভিক্টোরিয়া
গ. অ্যাঞ্জেল ঘ. হুন্ডু
১২। ভূমিকম্পের কোন কোন তরঙ্গ দ্বারা ভূঅভ্যন্তরের গঠন সম্পর্কে জানা যায় -
ক. P ও S খ. p- L
গ. S ও L ঘ .সব কয়টির দ্বারা
১৩। ভূমিকম্পের কোন তরঙ্গ পৃথিবীর কেন্দ্র নিরূপণ করে ?
ক. P -তরঙ্গ খ . S -তরঙ্গ
গ. L- তরঙ্গ ঘ.সব ধরনের তরঙ্গ
১৩। আগ্নেয়গিরির নির্গত উত্তপ্ত গলিত পদার্থই --
ক. মৃত্তিকা খ. তেজস্ক্রিয় পদার্থ
গ. লাভা ঘ .ম্যাগমা
১৪। কোন সালে রিকটার স্কেল আবিস্কৃত হয় ?
ক. ১৯৩১ সালে খ . ১৯৪৭ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৮৯০ সালে
১৫। ভূমিকম্পের কেন্দ্রের সোজা উপরের ভূপৃষ্ঠের বিন্দুকে কী বলে ?
ক. ভূ-পৃষ্ঠকেন্দ্র খ. উপকেন্দ্র
গ.ভূকেন্দ্র ঘ. ভূকম্পন
১৬। ভমিকম্পের তরঙ্গ কত প্রকার ?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ.৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৭। ভূমিকম্পের কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে ?
ক.প্রাথমিক তরঙ্গ খ. দ্বিতীয় তরঙ্গ
গ. পৃষ্ঠ তরঙ্গ ঘ. সব তরঙ্গ
১৮।ভূমিকম্পের কোন তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র নিরূপণ করে ?
ক. প্রথম তরঙ্গ খ. দ্বিতীয় তরঙ্গ
গ. পৃষ্ঠ তরঙ্গ ঘ. সব তরঙ্গই