<< পূর্ববর্তী
২৪. লাসালু উপন্যাসের উপজীব্য কি?
ক.গ্রামীন সমাজ
খ.ধর্ম ব্যবসা
গ.শ্রেণী দ্বন্দ
ঘ.অস্তিত্বের সংকট
২৫. মজিদ পূর্বে কোথায় ছিল /বাসকরত
ক.মধুপুর গড়ে
খ.পাহাড় পুড়ে
গ.নোয়াখালীতে
ঘ.গারো পাহাড়ে
২৬. লালসালু উপন্যাসে কার নিজেকে শিবড় ছাড়া বৃক্ষ মনে হয় ?
ক.খালেক ব্যাপারীর
খ.মজিদের
গ.মতলুব খাঁর
ঘ.ধলা মিয়ার
২৭. মজিদ বার বার আড়চোখে আমেনার দিকে তাকাচ্ছিল কেন ?
ক) রূপের মোহে খ) ভীতি সৃষ্টি করতে
গ) কড়া শাসনে রাখতে ঘ) মনোভাব বোঝাতে
২৮.‘ মজিদ কোন দৃষ্টিতে ধান কাটা দেখে ?
ক) সাবধানী দৃষ্টিতে খ) শূন্য দুষ্টিতে
গ) কৌতুহলী দৃষ্টিতে ঘ) প্রসন্ন দৃষ্টিতে
সঠিক উত্তর খ) শূন্য দুষ্টিতে
২৯. মজিদের মতো মানুষের মধ্য বিদ্যমান বড় ভয়ানক বস্তু কেনটি
ক. হিংস্রতা
খ. রসনা
গ. বিবেকবোধ
ঘ.ধর্মজ্ঞান
৩০. মরা মানুষ জিন্দা হয় ক্যামনে উক্তিটি কার ?
ক) খালেক ব্যাপারীর খ) মতলুব মিয়ার
গ) মজিদের ঘ) কাদেরের
৩১. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন উপন্যাসের মাধ্যমে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন?
ক. লালসালু খ. চাঁদের অমাবস্যা
গ. কাঁদো নদী কাঁদো ঘ. নয়নচারা
৩২.রহিমা চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক. স্পষ্টবাদিতা খ. ধর্মভীরুতা
গ. দুর্বলতা ঘ. অহংকারী
৩৩. ঢেঙা বুড়ো কী কারণে নিঃস্ব হয়েছে?
ক. মামলা-মোকদ্দমায় খ. স্ত্রীর কারণে
গ. সন্তানের কারণে ঘ. ভাইয়ের কারণে
সঠিক উত্তর: ক মামলা মোকদ্দমায়
৩৪ . হাসুনির মার মা-বাবার মধ্যে কোন বিষয়টি বিদ্যমান?
ক. আনন্দ খ. বেদনা
গ. স্বাচ্ছন্দ্য ঘ. চুলোচুলি
৩৫. মজিদের বিরুদ্ধে চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য?
ক. খালেক ব্যাপারী খ. তাহের
গ. রহিমা ঘ. ঢেঙা বুড়ো
৩৬ . হাসুনির মায়ের প্রতি মজিদের কোন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে?
ক. দয়াশীলতার খ. লাম্পট্যের
গ. করুণার ঘ. শোষণের
৩৭. মজিদের উচ্চতা নির্ণয়ে নিচের কোন শব্দটি গ্রহণযোগ্য?
ক. লম্বা খ. মধ্যম
গ. বেঁটে ঘ. অতিরিক্ত খাটো
৩৮.‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. রবি খ. নক্ষত্র
গ. তারকা ঘ. ইন্দু
৩৯. মজিদের মতে স্ত্রীলোকদের কত প্যাঁচ ছাড়ানো সম্ভব?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
৪০.মহব্বতনগর গ্রামের মূল লোক কে?
ক. মজিদ খ. খালেক ব্যাপারী
গ. মতলুব খাঁ ঘ. তাহের মিয়া
৪১ .আমেনা বিবি কী রঙের চাদর পরেছিল?
ক. হলুদ খ. সাদা
গ. কালো ঘ. লাল
৪২ .মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক. ক্ষোভ খ. ক্রোধ
গ. গর্ব খ. হিংসা
৪৩ .লালসালু’ উপন্যাসে মজিদের সাম্রাজ্য পতনে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য?
ক. আক্কাসের স্কুল নির্মাণ
খ. জমিলার থুথু নিক্ষেপ
গ. রহিমার প্রতিবাদ
ঘ. ঢেঙা বুড়োর ক্ষোভ
উত্তর:খ জমিলার থুথু নিক্ষেপ
৪৪ . মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল?
ক. মাজারে খ. মসজিদে
গ. ঘরে ঘ. উঠানে
উত্তর: ক আক্কাসের স্কুল নির্মান
৪৫ .মজিদের মতে দুনিয়ার মানুষের মতো কারা তাকে ভয় পায়?
ক. ফেরেশতারা খ. জিন-পরিরা
গ. ভূতেরা ঘ. হিংস্র প্রাণীরা
উত্তর : খ জিন পরিরা
৪৬. মজিদের মতে শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহ কী ছোড়ে ?
ক. বৃষ্টি খ. বজ্র গ. শিলা ঘ. পাথর
উত্তর: গ শিলা
৪৭ . ‘ধান দিয়ে কী হইব, মানুষের জান যদি না থাকে?’—উক্তিটিতে মজিদের প্রতি রহিমার চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ক্ষোভ খ. নিন্দা
গ. অভিমান ঘ. কটু কথা
উত্তর: ক ক্ষোভ
৪৮ .‘লালসালু’ উপন্যাসে মজিদের স্বীয় ধর্মের শিকার হয়েছে কোন চরিত্রটি?
ক. জমিলা খ. খালেক ব্যাপারী
গ. আক্কাস ঘ. তানুবিবি
উত্তর: ক জমিলা
৪৯ . ‘নফরমানি করিও না! খোদার ওপর তোয়াক্কল রাখো।’—উক্তিটিতে মজিদের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. খোদাভক্তি খ. ধর্মভীরুতা
গ. মাজারপ্রীতি ঘ. মানবতাবোধ
উত্তর: ক খোদাভক্তি
৫০ . মজিদের যশ ও খ্যাতির উত্স কী? ?
ক. কবর খ. ক্ষমতা
গ. দক্ষতা ঘ. খালেক ব্যাপারী
উত্তর: ক কবর
৫১ . মজিদের নিঃসঙ্গবোধের কারণ কী?
ক. নিঃসন্তান হওয়ায়
খ. মাজার রহস্য উন্মোচন হওয়ার ভয়
গ. গ্রামের মানুষের কাছে অবহেলিত হওয়ায়
ঘ. আওয়ালপুরের পীরের কারণে
উত্তর: ক নি:সন্তান হওয়ায়
উদ্দীপক: নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :।
যমুনা নদীর চরাঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। ফলে তারা অনেক বিষয়ে পিছিয়ে আছে। এ দুরবস্থা দেখে শহরে বসবাসরত সোহেল এ অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেন।
৫২। উদ্দীপকের সোহেলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কার সাদৃশ্য রয়েছে?
ক) আক্কাস খ) মজিদ
গ) মতলব খাঁ ঘ) খালেক ব্যাপারী
৫৩। উক্ত চরিত্র ও সোহেলের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) কুসংস্কার খ) আধুনিক মনস্কতা
গ) রোমান্টিকতা ঘ) প্রতিবাদী
আরও পড়তে ক্লিক করুন