ভূগোল দ্বিতীয় অধ্যায়
দ্বিতীয় অ্ধ্যায় (পৃথিবীর গঠন )
১ উৎপল দিনাজপুরের ছেলে । সে এইচ এস সি পাসের পর রাজশাহী বিশ্ববিদ্যায়লয়ে ভর্তি হলো । ক্লাসে স্যার বললেন তোমাদের এলাকাটি প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অর্ন্তগত ।
ক. ভূত্বক কাকে বলে ?
খ.সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতের পরিচলন স্রোতের ফলে যে র্পততের সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর ।
গ.ঊৎপলের বাড়ি প্লাইস্টোসিনকালের কোন সোপান এলাকার অর্ন্তগত বর্ণনা কর ।
ঘ.উৎপলের বাড়ি ও বিশ্ববিদ্যালয় এলাকার ভূপ্রকৃতির তূলনামূলক আলোচনা কর ।
২ মোস্তাফিজ স্যার ভূগোল ক্লাসে ছাত্র ছাত্রীদের উদ্দেশে বললেন , ভূপৃষ্ঠের গঠন সব জায়গায় সমান নয় । কোথাও উচুঁ কোথাও নিচু , কোথাও সমতলভূমি আবার কোথাও গভীর খাত । তিনি আরও বললেন শুধূ যে ভূপৃষ্ঠে এরূপ দেখা যায় তা নয় সমুদ্রের তলদেশেও এমনটি রয়েছে ।
ক. পবর্ত কাকে বলে ?
খ. ভূঅভ্যন্তরে ম্যাগমা সঞ্চিত হয়ে যে র্পবতের সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর।
গ. মোস্তাফিজের স্যারের আলোচনা থেকে ভূপৃষ্ঠের ভূমিরূপ সম্পর্ক বনর্ণা কর।
ঘ.ভূপৃষ্ঠের গঠন সম্পর্কে মোস্তাফিজের স্যারের আলোচনা কি সঠিক ।তোমার যুক্তিতে যথাযথ কারণ বিশ্লেষণ কর ।
দ্বিতীয় অধ্যায় (পৃথিবীল গঠণ MCQ )
১ ভুত্বকের গড় গভীরতা কত কিলোমিটার ?
ক.১০ খ ২০ গ .৩০ . ৪০ কিলোমিটার
২। মোচাকৃতি হয় -
ক. ভঙ্গিল র্পবত খ. আগ্নেয় র্পবত
গ. স্তুপ র্পবত ঘ . ল্যাকোলিথ র্পবত
৩। সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি ?
ক. বুধ খ. শুক্র গ. পৃথিবী ঘ মঙ্গল
৪। পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রী সেন্টিগ্রেড ?
ক. ২৫০০ খ. ৩০০০
গ. ৪৫০০ ডিগ্রী সেন্টিগ্রেড ঘ . ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
৫। বলিভিয়া কোন জাতীয় মালভূমি ?
ক. র্পবতবেষ্টিত খ পাদদেশীয়
গ মহাদেশীয় ঘ. ক্ষয়প্রাপ্ত
৬। কেনদ্রমন্ডলের প্রধান উপাদান কোনটি ?
ক. নিকেল ও লোহা খ. সিলিকন ও ম্যাগনেসিয়াম
গ.অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ও সিলিকন
৭। পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি ?
ক. অস্ট্রেলিয়া খ. বাংলাদেশ
গ. ফিনল্যান্ড ঘ. মালদ্বীপ ।
৮। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি কোন জাতীয় মালভূমি ?
ক. লাভা গঠিত মালভূমি খ . সমভূমি উন্নীত মালভূমি
গ. সমপ্রায় ভূমি উন্নীত মালভূমি ঘ. পর্বতবেষ্টিত মালভূমি ।
৯। সমভূমির বৈশিষ্ট্য --
।. বড় আকারের উচ্চভূমি বা নিন্মভূমি থাকে না
।।.খাড়া ঢাল বিশিষ্ট হয় না
।।।. সামান্য উচুঁনিচু বন্ধুর প্রকৃতি হতে পারে।
নিচের কোনটি সঠিক-
ক. । ও ।। খ .। ও ।।।
গ. ।। ও ।।। ঘ . ।, ।। ও ।।।
১০। সমোন্নতি রেখা সমান দুরত্বে অবস্থান করলে কীরূপ ঢাল হয় ।
ক. উত্তল খ অবতল
গ. সুষম ঘ. তরঙ্গায়িত
১১। কিলোমাঞ্ঝারো র্পবতের র্শীষদেশ বরফাবৃত্ত কেন ?
ক. অক্ষাংশের জন্য খ. ভুমির ঢালের জন্য
গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দুরত্বের কারণে ।