মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

সমাজকর্ম ২য় পত্র এইচ এস সি

সমাজকর্ম ২য় পত্র সৃজনশীল প্রশ্ন:

Cinque Terre

সৃজনশীল প্রশ্ন :৭০নম্বর পরীক্ষায় ১১ টি সৃজনশীল প্রশ্ন থাকবে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে । ১০*৭=৭০

বহুর্নিবাচনি প্রশ্ন ৩০ নম্বর পরীক্ষায় ৩০টি বহুর্নিবাচনি প্রশ্ন থাকবে । সবকয়টির প্রশ্নের উত্তর দিতে হবে

২০১৮-২০১৯সেশন ২০২০সালের পরীক্ষার সৃজনশীল


bootstrap /css/html

১.রফিক সিডারে মারা যাওয়ায় তার পরিবার অতিকষ্টে জীবনযাপন করছ্ । পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় রফিকেরন ছেলেমেয়েদের লেখাপড়া চলে না । এমনকি স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতাও শিকার হচ্ছ।উপরুন্ত দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংসারের ব্যায়ভার মেটানো সম্ভব হয না ।
ক.কমন common human needs গ্রন্থের লেখক কে ?
খ.মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব লেখ।
গ.উদ্দীপকে উল্লিখিত রফিকের পরিবারে মৌল মানবিক চাহিদা পুরণে ব্যর্থতা থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকে উল্লিখিত সমস্রাসমুহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধর ।

২.রহিমা ভীষণ অসুস্থ । সমাজকর্মী কণা তাকে একটি হাসপাতালে ভর্তি করিযে দেন । তার সহায়তায় রহিমার বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা হয় । কণা হল ওই হাসপাতালের সমাজসেবা্ বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার । এজন্য এ কাজ করা তার জন্য সহজ হয়েছে ।
ক.kline শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ?
খ.গ্রামীনকল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝ ?
গ.উদ্দীপকে বর্নিত কণার কার্যক্রম সমাজকর্মের কোন শাখাকে ইঙ্গিত করে ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকে কণা সংশ্লিষ্ট শাখার একজন সমাজকর্মী হিসেবে আর কী কী ভূমিকা পালন করতে পারে ?তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর ।

৩)দিবা অষ্টম শ্রেণীর ছাত্রী । সে jsc পরীক্ষার জন্য ফরম ফিলাপ করেছে । কিন্তু পরীক্ষার সময় স্বামী ও অভিভাবকগণ পরীক্ষা দিতে বরণ করায় পরীক্ষা দিতে পারেনি । যার ফলশ্রুতিতে দিবার লেখাপড়া বন্ধ হয়ে যায় । এটি একটি সামাজিক অপ্রত্যাশিত অবস্থা ।
ক.গ্রিক problema শব্দের অর্থ কী ।
খ.যৌতুক একটি সামাজিক ব্যাধি -ব্যাখ্যা কর ।
গ.উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি তোরার পাঠ্যবইয়ের কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ ?আলোচনা কর ।
ঘ.উক্ত ঘটনাটি নিরসনের জন্য যে আইন প্রণয়ন করা হয়েছে তা যথার্থ কিনা বিশ্লেষণ কর ।

৪)বিয়ের পর অনেক আশা করে মিমি শ্বশুরবাড়ি এসেছিল ।তার স্বামী গাঁজা আর ফেনসিডিলে ব্যবসার সাথে জড়িত । প্রায়ই সে নেশাগ্রস্ত হয়ে রাতে এসে মিমির ওপর ভীষণ অত্যাচার নির্যাতন চালায় ।
ক.আইননানুযায়ী এদেশের মেয়েদের বিবাহের সর্বনিন্ম বয়স কত?
খ.সামাজিক আইন বলতে কি বোঝ?
গ.স্বামীর অত্যাচার নির্যাতনের জন্য সুবিচার পেতে যে আইনের সাহায্য মিমি গ্রহণ করতে পারে তার প্রধান ধারা বর্ণনা কর ।
ঘ.মিমির অত্যাচারী স্বামীর ব্যাবসার বিরোদ্ধে য়থাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রযোজ্য আইনের কার্যকারিতা বাংলাদেশের সাপেক্ষে মূল্যায়ন কর ।

৫)গ্রামের ছিন্নমূল মানুয়ের আর্থসামাজিক উন্নয়ণের জন্যে ১৯৭৪ সালে একটি পরীক্ষামূলক কর্মসুচী বাস্তবয়ন করা কহয় । যা বর্তমানে ৪৮৫ টি উপজেলায় বিদ্যমান রয়েছে । এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গ্রামে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন করা ।
ক. মানবাধিকার কী ?
খ.কিশোর আদালত বলতে কী বো্ঝ ?
গ.উদ্দীপকের কর্মসূচী কার্যাবলী আলোচনা কর ।
ঘ.বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে উদ্দীপকে ৪৮৫ টি উপজেলায় বাস্তবায়িত কার্যক্রমটির কার্যকারিতা মূল্যায়ন কর ।

৬)কানাইপুর এলাকাটি এখনও অনগ্রস এলাকাগুলোর মধ্যে অন্যতম । কারণ এখানকার রাস্তাঘাট , হটবাজার ,অবকাঠামোগুলো যেমন অনুন্নত তেমটি এলাকার বাসিন্দাদের রয়েছে শিক্ষার প্রতি প্রচন্ড অহীনা । তারা এখনও অলৌকিকতায় বিশ্বাসী বলে শারীরিক অসুস্থতায় ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রই একমাত্র সম্বল । কাজের পরিবর্তে তারা অদৃষ্টের ওপরই বেশি নির্ভরশীল থকে ।
ক.কোন সামাজবিজ্ঞানী মৌল মানবিক চাহিদাকে ৬ভাগে ভাগ করেছেন।
খ.মৌল মানবিক চাহিদা হিসাবে বর্তমানে বাংলাদেশের বাসস্থান পরিস্থিতির ধারণা দাও।
গ.উদ্দীপকের আলোকে মৌল মানবিক চাহিদা পুরনের অন্তরায়সমূহ আলোচনা কর ।
ঘ.উক্ত অন্তরায়সমূহ দুরীকরণের সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর ।

৭)সড়ক দূর্ঘটনায় আহত জামালকে তার আত্নীয় স্বজনরা পঙ্গু হাসপাতালে ভার্তির জন্য নিয়ে এলে মি সুখেন চৌধুরী হাসপাতালের আউটডোর থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সসহয়তা দেন। এরপর তিনি জামালের আত্বীয়কে পরবর্তী করণীয় যেমন-রক্ত সংগ্রহ, ডাক্তারের সাথে যোগাযোগ ,অপারেশনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ,ক্র্যাচ ইত্যাদি সংগ্রহের জন্য পরামর্শ প্রদান করেন।
ক.বাংলাদেশে প্রথম কত সালে স্কুল সমাজকর্ম চালু হয় ?
খ.ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণা দাও ।
গ.উদ্দীপকে মি সুখেন চৌধুরীর কাজটি সাজকর্মের কোন শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকের আলোকে উক্ত শাখার গুরুত্ব বিশ্লেষণ কর ।

৮)শিশু সুমন জন্মের দু্ই বছরেও কথা বলা তো দূরে থাক অন্যের হাকে সাড়া দেয় না আবার অন্যের উাপস্থিতি টেরও পায়না । প্রথম প্রথম শিশুটির মা-বাবা খুব একটা গুরুত্ব না দিলেও বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন কিন্তু শিশুটির মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না । বরং বয়স বাড়ার সাথে সাথে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করছে।
ক.পুষ্টিহীনতার ইংরেজী প্রতি শব্দ কী ?
খ.জলবায়ু পরিবর্তনের ধারণা দাও ।
গ.উদ্দীপকে যে সমস্যাটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর ।
ঘ.উক্ত সমস্যা লাঘবে সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর ।

৯)ফারজানা হক পরিবারের একমাত্র সন্তান । মা-বাবা কাজের প্রয়োজনে বাইরে গেলে সে বাসায় একা থাকে ।খেলার সাথী পায় না । এ একাকীত্ব তাকে অসুস্থ করে তোলে । তার মধ্যে এক ধরণের ভ্রান্তি ব্যাক্তিত্বের অস্বাভাবিকতা তৈরী হয় । সে বড় হলেও সবার সাথে মিলেমিশে চলতে পারে না । তাই তার মা-বাবা তার জন্যে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত ।
ক.বাংলাদেশের কোন মেডিকেল কলেজে প্রথম চিক্যৎসা সামজকর্ম কার্জক্রম চালু হয়।
খ.বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝ ?
গ.উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সমাজকর্মের কোন শাখা উপযোগী ?ব্যাখ্যা কর ।
ঘ.উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কর্যকরী বলে তুমি মনে কর ?

১০)সোহারাব হোসেন এ বছর চাকরি থেকে অবসরে গিয়েছেন । তিনি হজে যাওয়ার মনস্ত বরেছেন । তার তিন ছেলে এক মেয়ে এবং ছেলেরা সবাই সমাজে প্রতিষ্ঠিত । কিন্তু মেয়েটিকে নিয়ে তিনি চিন্তায় আছেন । মেয়েটি একটু বেটেঁ এবং শ্যামলা । মেয়ে এসএসসি পাস করেছে । তিনি মেয়ের বিয়ে দিতে পারলে নিশ্চিন্ত মনে হজে যেতে পরতেন । ভালো ছেলে পেলে সেমাহরাব সাহেব তার বসুন্ধরার বাড়ির একটি ফ্ল্যাট দিতেও রাজি আছেন ।
ক.বাংলাদেশের ছেলে মেয়েদের বিবাহের নুন্যতম বয়স কত ?
খ.সামাজিক সমস্যা কাকে বলে ?
গ.সোহরাব সাহেবের মানসিকতা কোন সামাজিক সমস্যার ইঙ্গিত বহন করে ?ব্যাখ্যা কর ।
ঘ.উদ্দীপকে উল্লিখিত সামাজিক সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর ।

১১)সজল সাহেব তার দুটি ছেলেমেয়েকে স্কুলে পড়ান। সকল চাহিদা পুরণ করেন । কিন্তু তিনি ছেলেমেয়েদের খেলাধুলা টিভি দেখা েএকদম পছন্দ করেন না । ছেলেমেয়ে দুটিকে পড়াশুনার বিষয়ে এত চাপের মধ্যে রাখেন যে তারা অবসাদগ্রস্ত হয়ে সব বিষয়ে আগ্রহ হারাচ্ছে ।
ক.Theory of human Motivation গ্রন্থের লেখক কে?
খ.মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব লিখ।
গ.উদ্দীপকে ছেলেমেয়েদের কোন মানবিক চাহিদা পূরণ হচ্ছে না ?ব্যাখ্যা কর ।
ঘ.শিশু দুটির উক্ত চাহিদা পূরণে একজন সমাজকর্মী কী ভুমিকা রাখতে পারে । মতামত দাও ।