ভূগোল ১ম পত্রের (বিষয় কোড: ১২৫) সাজেশন, এইচ এস সি পরীক্ষা- ২০১৫
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
ক-বিভাগ, রচনামূলক প্রশ্ন
১। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও পরিসর লেখ।
২। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান লেখ।
৩। ভূত্বকের সংজ্ঞা দাও। ভূ-অভ্যন্তরের গঠন প্রনালী সংক্ষেপে বর্ণনা কর।
৪। পর্বতের সংজ্ঞা দাও। গঠন অনুসারে বিভিন্ন প্রকার পর্বত সংক্ষেপে বর্ণনা কর।
৫। সমভূমির সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার সমভূমি সংক্ষেপে বর্ননা কর।
৬। মালভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও।
*৭। বাংলাদেশের ভূ-প্রকৃতির বর্ণনা দাও।
৮। বিচূর্নীভবন কাকে বলে? বিভিন্ন প্রকার বিচূর্নীভবন প্রক্রিয়া (যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক) বর্ননা কর।
*৯। ভূ-আলোড়ন কি? ভূ-আলোড়নের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
*১০। পাত সঞ্চালন মতবাদটি সংক্ষেপে বর্ণনা কর।
*১১। ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণ ও ফলাফল লেখ।
১২। আগ্নেয়গিরি কাকে বলে? এর কারণ ও ফলাফল লেখ।
*১৩। নদী কাকে বলে? নদীর ক্ষয়জাত ভূমিরূপ বর্ণনা কর।
*১৪। নদী কিভাবে উৎপত্তি লাভ করে? নদীর সঞ্চয়জাত ভূমিরূপ বর্ণনা কর।
*১৫। বাংলাদেশের প্রধান প্রধান নদীর গতিপথ বর্ণনা কর।
১৬। বায়ুমন্ডল কাকে বলে? বায়ু মন্ডলের স্তর বিন্যাস বর্ননা কর।
*১৭। আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? জলবায়ুর উপাদানগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৮। বায়ুচাপের তারতম্যের কারণ কি? পৃথিবীর চাপ বলয়গুলো বর্ণনা কর।
১৯। নিয়ত বায়ু কাকে বলে? ভূ-পৃষ্ঠে নিয়ত বায়ু প্রবাহ বর্ণনা কর।
২০। বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ কর। এবং বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ননা দাও।
*২১। জলবায়ু নিয়ন্ত্রকারী নিয়ামক সমূহ বর্ণনা কর।
২২। জীব জগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব বর্ণনা কর।
*২৩। বাংলাদেশের জলবায়ু বর্ণনা কর।
২৪। নিরক্ষীয় জলবায়ু কোন কোন অঞ্চলে দেখা যায়? এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
*২৫। ভূ-মধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা কর।
*২৬। মৌসুমী জলবায়ুর সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
২৭। বাংলাদেশের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ কর।
২৮। সমুদ্র তলদেশের ভূ-প্রকৃতি বর্ণনা কর।
২৯। পানিচক্র কী? জীব জগতের ওপর/পরিবেশের ভারসাম্য রক্ষায় পানিচক্রের প্রভাব লেখ।
*৩০। সমুদ্র ¯্রােতের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৩১। সমুদ্র ¯্রােত কাকে বলে? আটলান্টিক মহাসাগরীয় ¯্রােতগুলোর বিবরণ দাও।
*৩২। ভারত মহাসাগরীয় ¯্রােতগুলো বর্ণনা কর।
*৩৩। জোয়ার ভাটা কাকে বলে? জোয়ার ভাটার কারণ ও ফলাফল বর্ণনা কর।
৩৪। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
*৩৫। জোয়ারের শ্রেণিবিভাগ কর এবং বর্ণনা দাও।
*৩৬। বাংলাদেশের বনাঞ্চলের বর্ননা দাও।
৩৭। বায়োম কি? পৃথিবীর বায়োমের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
*৩৮। বাংলাদেশের বায়োমের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
খ-বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
*১। প্রাকৃতিক ভূগোলের শ্রেণি বিভাগ কর।
*২। প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব লেখ।
৩। অশ্ম মন্ডলের বর্ননা দাও।
*৪। পর্বতের শ্রেণি বিভাগ কর।
৫। ভাঁজ/ভঙ্গিঁল পর্বতের বর্ণনা দাও।
*৬। মালভূমির শ্রেণিবিভাগ কর।
*৭। বিচূর্নীভবন ও নগ্নীভবনের পার্থক্য লেখ।
*৮। বাংলাদেশের ভূমিক্ষয় ও ভূমিধ্বস বলতে কি বুঝ।
*৯। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলের বর্ণনা দাও।
১০। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বুঝ?
১১। আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ কর।
*১২। আগ্নেয় মেখলা/মালা কী।
*১৩। সুনামি বলতে কি বুঝ?
১৪। ব-দ্বীপ বলতে কি বুঝ?
*১৫। অশ্ব খুরাকৃতি হ্রদের বর্ণনা দাও।
*১৬। প্লাবন সমভূমি বর্ণনা কর।
১৭। বায়ুর উপাদানগুলো কি কি?
*১৮। বায়ুমন্ডলের স্তরগুলোর নাম লেখ।
*১৯। বায়ু দূষণের কারণগুলো লেখ।
২০। জীব জগতের উপর বায়ু দূষণের প্রভাব লেখ।
*২১। ওজন স্তরের বর্ণনা দাও।
২২। বায়ু মন্ডলের গুরুত্ব লেখ।
*২৩। সমুদ্র বায়ু ও স্থলবায়ু কাকে বলে?
২৪। সৌরতাপ কী?
২৫। বায়ুমন্ডল কিভাবে উত্তপ্ত হয়?
*২৬। বায়ুর চাপ বলয়গুলোর নাম লেখ।
২৭। নিয়ত বায়ু কাকে বলে।
*২৮। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
*২৯। আপেক্ষিক আর্দ্রতা ও পরম আর্দ্রতা কাকে বলে।
*৩০। পরিচলন ও শৈলৎক্ষেপ বৃষ্টিপাত বলতে কি বুঝ?
*৩১। কালবৈশাখী ঝড়ের বর্ণনা দাও।
৩২। টর্নেডো কি?
*৩৩। বিশ্ব উষ্ণায়নের কারণ লেখ।
*৩৪। গ্রীন হাউস এর প্রভাব লেখ।
*৩৫। আয়তন অনুসারে মহাসাগরের নাম লেখ।
*৩৬। মহীসোপান ও মহী ঢাল বর্ণনা কর।
*৩৭। ১০টি সমুদ্র খাতের নাম লেখ।
*৩৮। মধ্য আটলান্টিক শৈলশিরা বর্ণনা কর।
*৩৯। উষ্ণ উপসাগরীয় ¯্রােত বর্ণনা কর।
৪০। ভারত মহাসাগরীয় মৌসুমী ¯্রােত বর্ণনা কর।
*৪১। শৈবাল সাগরের বর্ণনা দাও।
৪২। ভরা কটাল ও মরা কটাল বর্ণনা কর।
৪৩। মুখ্য জোয়ার ও গৌন জোয়ার কী?
*৪৪। জীব বৈচিত্র কী?
*৪৫। ইকো সিস্টেম/বাস্তুতন্ত্র বলতে কী বুঝ।
*৪৬। কার্বনচক্র বর্ণনা কর।
*৪৭। নাইট্রোজেন চক্র বর্ণনা কর।
*৪৮। প্রাকৃতিক পরিবেশ দূষণ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে লেখ।
ভূগোল ২য় পত্রের (বিষয় কোড: ১২৬) সাজেশন, এইচ এস সি পরীক্ষা- ২০১৫
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
ক-বিভাগ, রচনামূলক প্রশ্ন
*১। মানব ভূগোল বলতে কী বুঝ? মানব ভূগোলের ক্ষেত্র ও বিষয়বস্তুর বর্ণনা দাও।
২। মানব ভূগোলের শাখাসমূহের বিবরণ দাও।
৩। বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সম্পর্কে লেখ।
*৪। ভারতের সংক্ষিপ্ত বিবরণ দাও।
*৫। জাপানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
*৬। জনসংখ্যার জনমিতিক উপাদানসমূহের বিবরণ দাও।
*৭। বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
*৮। অভিগমন কী? অভিগমনের কারণ, ধরন ও প্রভাব লেখ।
*৯। ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন আলোচনা কর।
*১০। জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
১১। বসতির শ্রেণিবিভাগ কর। বসতির ভিন্নতার ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব লেখ।
১২। গ্রামীণ হাট-বাজার বলতে কি বুঝ? হাটের বৈশিষ্ট্য লেখ।
*১৩। নগরায়ন কী? বাংলাদেশের নগরায়নের ধারা ব্যাখ্যা কর।
১৪। কৃষি কার্যের ওপর প্রভাব বিস্তারকারী ভৌগোলিক নিয়ামক সমূহের বিবরণ দাও।
১৫। বিশ্বব্যাপী ধান চাষের নিয়ামক, উৎপাদন ও বন্টন আলোচনা কর?
*১৬। বিশ্বব্যাপী গম চাষের নিয়ামক, উৎপাদন ও বন্টন আলোচনা কর?
*১৭। বাংলাদেশের কৃষিতে কৃষি সংস্থাসমূহের গুরুত্ব ব্যাখ্যা কর?
১৮। বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্রের বর্ণনা দাও।
*১৯। বিশ্বের লোহা আকরিকের উৎপাদন ও বন্টনের বিবরণ দাও।
২০। বিশ্বের খনিজ তেলের উৎপাদন ও বন্টনের বিবরণ দাও।
*২১। বাংলাদেশের প্রধান প্রধান খনিজ সম্পদের বর্ণনা দাও।
*২২। বিশ্বের লোহা ইস্পাত শিল্পের বিবরণ দাও।
*২৩। বিশ্বের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
*২৪। বাংলাদেশের পাট শিল্পের বর্ণনা দাও।
২৫। বাংলাদেশের চিনি শিল্পের বর্ণনা দাও।
*২৬। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব লেখ।
২৭। বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব লেখ।
*২৮। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব লেখ।
*২৯। বাংলাদেশের নৌ ও সমুদ্র বন্দর গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা কর।
*৩০। বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বর্ণনা কর।
৩১। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রকৃতি বর্ণনা কর।
*৩২। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অপ্রচলিত পন্যের ভূমিকা মূল্যায়ন কর।
*৩৩। বাংলাদেশের জনশক্তি আমদানি কারক প্রধান দেশসমূহের জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয়
সমূহের বিবরণ দাও।
*৩৪। মানব সৃষ্ট দূষণ রোধের উপায় সংক্ষিপ্তভাবে বর্ণনা কর।
*৩৫। পরিবেশ দূষনরোধে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের গৃহিত পদক্ষেপ বর্ণনা কর।
*৩৬। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিরোধ, প্রস্তুতি, সাড়াদান ও পূনরুদ্ধার ব্যাখ্যা কর।
খ-বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
*১। মানব ভূগোলের সংজ্ঞা দাও।
*২। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা লেখ।
*৩। আয়তনসহ পৃথিবীর মহাদেশ সমূহের নাম লেখ।
*৪। অভিগমন বলতে কী বুঝ?
৫। বাংলাদেশের জনসংখ্যার দ্রুতবৃদ্ধির প্রভাব লেখ।
*৬। জনমিতিক ট্রানজিশনাল মডেল বলতে কী বুঝ?
*৭। বসতি বলতে কী বুঝ?
৮। বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য লেখ।
*৯। বাংলাদেশের নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যার সমস্যা লেখ।
১০। বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোর নাম লেখ।
*১১। বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব লেখ।
১২। পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কি বুঝ?
*১৩। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব লেখ।
*১৪। বিশ্বের ১০টি কয়লা উত্তোলনকারী দেশের নাম লেখ।
১৫। ভারতের প্রধান প্রধান খনিজগুলোর নাম লেখ।
*১৬। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোর নাম লেখ।
১৭। শিল্প গড়ে উঠার নিয়মগুলোর নাম লেখ।
*১৮। বাংলাদেশের প্রধান সিমেন্ট শিল্পের নাম লেখ।
*১৯। বাংলাদেশের সার কারখানাগুলোর নাম লেখ।
*২০। বাংলাদেশের পোশাক শিল্পের নারী কর্মীর গুরুত্ব/ভূমিকা লেখ।
*২১। শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিশীল ধারার সম্পর্ক লেখ।
*২২। শিল্পায়নের জন্য সুষ্ট ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা লেখ।
*২৩। বাংলাদেশের ঔষধ শিল্প সম্পর্কে কি জান লেখ।
২৪। বাংলাদেশের নৌপথের/সড়কপথের সমস্যাগুলো লেখ।
২৫। বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব লেখ।
*২৬। চট্টগ্রাম ও মংলা বন্দরের বিবরণ দাও।
২৭। বাংলাদেশের অর্থনীতিতে রেল পথের গুরুত্ব লেখ।
*২৮। অভ্যন্তরীন ও বৈদেশিক বাণিজ্য বলতে কী বুঝ?
*২৯। প্রধান প্রধান আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের নাম লেখ।
*৩০। বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ ও রপ্তানি পন্যের নাম লেখ।
*৩১। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব লেখ।
৩২। বাংলাদেশের সাথে আমদানি ও রপ্তানি কারক প্রধান কয়েকটি দেশের নাম লেখ।
*৩৩। বৈদেশিক বাণিজ্যভূক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা-অসুবিধা লেখ।
*৩৪। বায়ু ও পানি দূষণ কী?
৩৫। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ কি কি?
*৩৬। বায়ু দূষণের কারণগুলো লেখ।
*৩৭। পানি দূষণের মানবসৃষ্ট কারণগুলো লেখ।
৩৮। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ৪টি ধাপ উল্লেখ কর।
*৩৯। বিশ্বের সর্বোচ্চ গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণকারী ১০টি দেশের নাম উল্লেখ কর।
এম হাসান সহযোগী অধ্যাপক
ভূগোল ও পরিবেশ বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট।