মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

ইসলামের ইতিহাস বহুনির্বাচনী /প্রথম পত্র


HTML5 Icon
ইসলামের ইতিহাস প্রথম পত্র
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন:
১.মুহম্মদ শব্দের অর্থ কী ?
ক.উচ্চ মর্যাদা খ.সম্মানিত
গ.দক্ষতা সম্পন্ন ঘ.প্রশংসিত
উত্তর ঘ.প্রশংসিত
২.ইতিহাসের জনক কে ?
ক.হোমার খ.হেরোডোটাস
গ.এরিস্টটল ঘ.প্লেটো
উত্তর খ.হেরোডোটাস
৩.আরব দেশকে জাজিরাতুল আরব বলাহয় কেন ?
ক.মরুভূমির দেশ বলে খ.আরব পবিত্র ভূমি হওয়ার জন্য
গ.আরব সাগরের তীরে অবস্তিত বলে ঘ.তিন দিকে জল দ্বারা বেষ্টিত তওয়ার করণে
উত্তর খ.আরব পবিত্র ভূমি হওয়ার জন্য
৪.৫৭০ সালকে হস্থির সাল বলা হয় কেন ?
ক. হস্থি যুদ্ধ হয়েছিল বলে খ.হস্তি দ্বারা কাবা ঘর ধংস্ব হয়েছিল বলে
গ.কাবাঘর ধংসের জন্য হস্থির পিঠে করে এসেছিল বলে ঘ. আব্রাহাম মক্কাকে অনেক হস্থি উপহার দিয়েছিল বলে
উত্তর গ.কাবাঘর ধংসের জন্য হস্থির পিঠে করে এসেছিল বলে
৫. মদিনার পূর্ব নাম কি?
ক.কুফা খ.হেজাজ
গ.ইয়াসরিব ঘ. কুবা
উত্তর গ.ইয়াসরিব
৬.হযরত মুহাম্মদ (স.) মদিনা সনদ প্রণয়ন করেন । এত তার কো ন গুণটি পরিলক্ষিত হয ?
ক. ধৈর্যাশীলতা খ. সমাজ সচেনতা
গ.রাজনৈতিক দূরদর্শিতা ঘ. ধর্মীয় অনুশাসন
উত্তর গ.রাজনৈতিক দূরদর্শিতা
৭.মহানবী (স.) কর্তৃক গঠিত শন্তি সংঘের নাম কী ?
ক.যুব সংঘ খ. সমাজ উন্নয় কমিটি গ.হিল ফুল ফুজুল ঘ.দারুল নদওয়া
উত্তর গ.হিল ফুল ফুজুল
৮. উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কী ছিল ?
ক.গনিমাহ লাভের স্পৃহা খ.হামজা রা: এর শাহাদাৎ বরণ
গ.নেতার নির্দেশ অমান্য ঘ.কুরাইশ সৈন্যের সংখ্যাধিক্য
উত্তর ক.গনিমাহ লাভের স্পৃহা
৯.মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি ?
ক. খালিদ বিন ওয়ালিদ খ. আবু ওবায়দা
গ. আমর বিন অলআস ঘ. সাদ বিন আবিওয়াক্কাস
উত্তর গ.
১০.বেদুইনদের পোশাক ছিল ?
ক.সাদাসিধা লম্বা কোর্তা খ.রঙ্গিন কোর্তা
গ. পাজামা পাঞ্জাবী ঘ. লম্বা মাদানী
উ্ত্তর ক.সাদাসিধা লম্বা কোর্তা
১১. কোন উমাইয়া খলিফাকে শ্রেষ্ঠ বিজেতা বলা হয় ?
ক.মুয়াবিয়া খ. আল-ওয়ালিদ
গ.ওমর বিন আব্দুল আজিজ ঘ. আব্দুল মালিক
উ্ত্তর খ. আল-ওয়ালিদ
উদ্দীপকটি পড়ে ১২ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও ।
পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার আদেশ তার সেনাপতি মীরজাফর আলী খান পালন না করায় নবাব ইংরেজদের হাতে পরাজিত হন।

১২. উক্ত ঘটনা মহানবী সা: এর কোন ঘটনাকে স্মরন করিয়ে দেয় ?
ক.বদর খ.খন্দক
গ. তাবুক ঘ.উহুদ
উ্ত্তর ঘ.উহুদ
১৩. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুহাম্মদ বিন কাশিম খ. তারিখ বিন জিয়াদ
গ. ওকাবা বিন নাফি ঘ.আবু মুসলিম
উ্ত্তর খ. তারিখ বিন জিয়াদ
১৪. খলিফা আবু বক্‌র (রা:) কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন ?
ক. সত্যবাদিতার জন্য খ. ভন্ড নবীদের দমন করেন বলে
গ. যাকাত আদায়ে কঠোর ব্যাবস্থা নিয়েছিলেন বলে ঘ.অধিক দানশীল ছিলেন বলে
উ্ত্তর ক. সত্যবাদিতার জন্য
১৫. কারবালা কোথায় অবস্থিত ?
ক.সিরিয়ায় খ. ইরাকে
গ. মিশরে ঘ. স্পেনে
উ্ত্তর খ. ইরাকে
উদ্দীপকটি পড়ে ১৬ও১৭ নং প্রশ্নের উত্তর দাও সম্রাট আলেকজান্ডার রাজত্বকালে গ্রিকদের অগ্রযাত্রা এশিয়া ইউরোপ ও আফ্রিাকায় বিস্তৃত হয় । তিনি দিগ্বিজয়ী হিসেবে স্বীকৃত সুপরিচিত ।
১৬. সম্রাট আলেকজান্ডারের ন্যায় কোন উমাইয়া শাসক সম্রাজ্য বিস্তার করেছিলেন ?
ক. ইয়াজিদ খ. আব্দুল মালিক
গ. প্রথম ওয়ালিদ ঘ. হিশাম
উ্ত্তর গ. প্রথম ওয়ালিদ
১৭. উদ্দীপকের ন্যায় উক্ত শাসকের কর্মকান্ডের ফলে কী ঘটেছিল ?
ক. শত্রু সংখ্যা বৃদ্ধি খ.মুসলমানদের অসন্তুুষ্টি
গ. ইসলামের প্রসার ঘ. রাজনৈতিক বিশৃঙ্খলা
উ্ত্তর খ.মুসলমানদের অসন্তুুষ্টি
১৮. খলিফা আাল মামুরে রাজত্বকলকে অগাষ্টান যুগের সাথে তুলনা করা হয় কেন ?
ক. রাজ্য বিস্তারের জন্য খ. বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জন্য
গ. ধর্ম প্রচারের জন্য ঘ. জ্ঞান বিজ্ঞানের জন্য
উ্ত্তর ঘ. জ্ঞান বিজ্ঞানের জন্য
১৯. অস সাফফাহ শব্দের অর্থ কী ?
ক. কঠিন খ.নিষ্ঠুর
গ. রক্তপিপাসু ঘ. হত্যাকারী
উ্ত্তর গ. রক্তপিপাসু
২০. আরবের জোয়ার অব আর্ক কাকে বলা হয় ?
ক. আব্বাসকে খ. লায়লাকে
গ. জুবায়দাকে ঘ.আজ জোহারাকে
উ্ত্তর খ. লায়লাকে
২১. খলিফা ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খোলাফোয়ে রাশেদীন বলা হয় কেন ?
ক.খোলাফায়ে রাশেদীন নীতি অনুসরণ করার জন্য খ.খারেজীদের প্রতি উদার মনোভারে জন্য
গ. মাওয়ালিদের প্রতি সদয় ব্যবহারের জন্য ঘ. অমুসলিমদের প্রতি সহনশীলতা প্রর্দশনের জন্য
উ্ত্তর ক.খোলাফায়ে রাশেদীন নীতি অনুসরণ করার জন্য
২২. কাকে গাজী উপাধি দেওয়া হয় ?
ক. সালাউদ্দিন আইয়ূবী খ. নুরুদ্দীন জং
গ. মুতাসিম বিল্লাহ ঘ. আল হাকিম
উ্ত্তর ক. সালাউদ্দিন আইয়ূবী
২৪. খলিফা হারুন অর রশীদের দুই পুত্রের মধ্যে দ্বন্দ যথার্থ হওয়ার কারণ কি ?
ক. মামুনের আরামপ্রিয়তা খ. আমিনের রাজকার্য়ে অবহেলা
গ. মামুনের শত্রুতা ঘ. আমিনের শমরকুশলতা
উ্ত্তর খ. আমিনের রাজকার্য়ে অবহেলা
উদ্দীপকটি পড়ে ২৫ও২৬ নং প্রশ্নের উত্তর দাও । মতিন মিয়া সব সময় নারী শিক্ষা বিরোধিতা করতেন । তবে তার কন্যা হাবিবা ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুয়োগ পাওয়ায় তিনি অত্যন্ত খুশী হন । পরবর্তী তে নিজ এলাকার সকলকে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য আগ্রহী করে তোলেন ।
২৫. নারী শিক্ষায় মতিন মিয়ার উদ্যোগে গহণে মুহম্মদ(স:)এর কোন শিক্ষা প্রতিফলিত হয়েছে ?
ক. হাজরের আওয়াদ খ.আকাবার শপথ
গ. মদিনা সনদ ঘ. বিদায় হজের ভাষণ
উ্ত্তর ঘ. বিদায় হজের ভাষণ
২৬. মহানবি (সা:) উক্তশিক্ষার ফলে -- ?
ক. গোত্র দ্বন্দ্বের অবসান ঘটে খ. সাম্য প্রতিষ্ঠা লাভ করে
গ. গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ঘ. ইসলামের দ্রূত প্রসার ঘটে
উ্ত্তর ঘ. ইসলামের দ্রূত প্রসার ঘটে
২৭. খোলাাফায়ে রাশেদীন শাসনকাল কত বছর ছিল । ?
ক. ৪০ বছর খ. ৩০ বছর
গ. ৩৫ বছর ঘ. ৫০ বছর
উ্ত্তর খ. ৩০ বছর
২৮. স্পেন বিজয় করেন কে ?
ক. হাজ্জাজ বিন ইউসুফ খ. তারিক বিন জিয়াদ
গ. কুতাইবা বিন মুসলিম ঘ.মুহাম্মদ বিন কাসিম
উ্ত্তর খ. তারিক বিন জিয়াদ
২৯. খারেজী কারা ?
ক. একটি যুক্তিবাদী সম্প্রদায় খ.একটি গুপ্তঘাতম সম্প্রদায়
গ. একটি সাংস্কৃতিক দল ঘ. একটি রাজনৈতিক দল
উ্ত্তর ঘ. একটি রাজনৈতিক দল
৩০. ফাতেমীয় খিলাফত কত সালে প্রতিষ্টিত হয় ?
ক. ৬৬১ সনে খ. ৭৫০ সনে
গ. ৯০১ সনে ঘ. ৯০৯ সনে
উ্ত্তর ঘ. ৯০৯ সনে
৩১. জেরোজালেম প্রথম কখন মুসলিম অধিকারে আসে ?
ক. হযরত আবু বকর (রা:)এর সময় খ. হযরত ওমর (রা:) এর সময
গ. হযরত ওসমান (রা:) এর সময় ঘ.হযরত আলী (রা:) এর সময়
উ্ত্তর খ. হযরত ওমর (রা:) এর সময