বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

ওয়েব পৃষ্ঠার জন্য বাছাই রং


Beautyful cool Color . . . . . Code HEX Color name

#708090

#E6E6FA

#778899

steelgray

lavender

lightsteelgray

#B0C4DE

#C71585

#9ACD32

lighstblue

midi.violet

YellowGreen

শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

ফটো গ্যালারী ok ok 10


Bootstrap Example

On extra small screens (less than 576px), the columns will stack horizontally.


শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

Responsive Cutout Text Effect


Responsive Cutout Text Effect

NATURE

This example creates a responsive cutout text/knockout text - text that appears cut out on top of a background image.

Resize the browser window to see the responsive effect.

Note: This example does not work in Internet Explorer or Edge.

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

এই পৃথিবীতে এক স্থান আছে


এই পৃথিবীতে এক স্থান আছে —জীবনানন্দ দাশ

১।গঙ্গা নদী বর্তমানে কোন দেশের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক.বাংলাদেশ খ. ভারত গ.পাকিস্তান ঘ. নেপাল

২।জীবনানন্দ দাশের পেশা হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক.কবি খ. অধ্যাপক গ.চিকিৎসক ঘ. চাকরিজীবী

৩।জলের দেবী হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য?
ক.বরুণ খ. অরুণ গ.তরুণ ঘ. বারুণী

৪।বর দানের সঙ্গে সম্পর্কিত কে?
ক.বিশালাক্ষী খ.বারুণী
গ.শঙ্খচিল ঘ.সুদর্শন

৫।‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতা নিচের কোন নদীটিকে সমর্থন করে?
ক.পদ্মা খ.কপোতাক্ষ
গ.বুড়িগঙ্গা ঘ.তুরাগ

৬।জীবনানন্দ দাশ তাঁর রচনায় কোন প্রকৃতির ওপর গুরুত্ব দিয়েছেন?
ক.শহর খ.নগর
গ.বন্দর ঘ.গ্রাম

৭।কবির জন্মভূমির নদীর জলে কোন বিষয়টি বিদ্যমান?
ক.সুবাস খ.স্বচ্ছতোয়া
গ.সুধা ঘ.অমৃত

৮।কবির মতে বাংলাদেশকে পৃথিবীর কী হিসেবে স্বীকৃতি দেওয়া যায়?
ক.সুন্দরী খ. রানি গ.লক্ষ্মী ঘ. ঐশ্বর্য

৯।শঙ্খচিল ও বুনো হাওয়ার মধ্যে কোন বিষয়টি বিদ্যমান?

ক.সংহতি খ. মধুরতা গ.প্রেম ঘ. প্রাণৈশ্বর্য

১০। কুসুম কুমারী দাশের ক্ষেত্রে নিচের যে বিষয়টি গ্রহণযোগ্য—
i.কবি
ii. সাহিত্যিক
iii.শিক্ষক
নিচের কোনটি সঠিক?
ক.i
খ.i ও ii
গ.i ও iii
ঘ.ii ও iii

১১। জীবনানন্দ দাশের কবিতা যার মাধ্যমে অসাধারণ স্বাতন্ত্র্য লাভ করেছে—
i.চিত্রকল্প ii.উপমা iii.প্রতীক সৃজন
নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.i ও iii গ.ii ও iii ঘ.i, ii ও iii

১২। জীবনানন্দ দাশের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i.কবি
ii.প্রাবন্ধিক
iii.কথাসাহিত্যিক
নিচের কোনটি সঠিক?

ক.i I ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।

১৩। উদ্দীপকের প্রথম চরণে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক.প্রকৃতি চেতনা
খ.সৌন্দর্য চেতনা
গ.প্রাকৃতিক ঐশ্বর্য
ঘ.মর্ত্যপ্রীতি

১৪। উদ্দীপক ও ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ফুটে উঠেছে—
i.দেশপ্রেম
ii.প্রকৃতিপ্রেম
iii.মানবপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক.i
খ.i ও ii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশ অসাধারণ সুন্দর দেশ। সারা পৃথিবীর মধ্যে অনন্য। প্রকৃতির সৌন্দর্যের এমন লীলাভূমি পৃথিবীর কোথাও নেই আর।

১৫।উদ্দীপকে‘এই পৃথিবীতে এক স্থান আছে’কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক.প্রকৃতিপ্রেম খ. মাতৃভূমি বন্দনা
গ.সৌন্দর্যতত্ত্ব ঘ. পৃথিবী বৈচিত্র্য

১৬।‘এই পৃথিবীতে এক স্থান আছে’কবিতায় উপস্থাপিত হয়েছে—
i.প্রাণী ও প্রকৃতির সম্পর্ক
ii.নদীমাতৃক বাংলা
iii.দেবীর অলৌকিক ক্ষমতা
নিচের কোনটি সঠিক?

ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘বাংলা আমার আমি বাংলার
বাংলা আমার জন্মভূমি
গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা
বহিছে যাহার চরণ চুমি’

১৭।উদ্দীপকের সঙ্গে‘এই পৃথিবীতে এক স্থান আছে’কবিতার কোন চরণের সম্পর্ক রয়েছে?
ক.সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে সেখানে বরুণ
খ.কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল
গ.সেখানে সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকূপী ঘাসে অবিরল
ঘ.সেই খানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ

১৮।ওই চরণ ও উদ্দীপকে ফুটে উঠেছে—
ক.প্রকৃতিপ্রেম খ.নদীর সৌন্দর্য গ.ঐশ্বর্য চেতনা ঘ.দেশপ্রেম

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

দেশ ও দেশের মানুষের সঙ্গে মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। কেননা মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের সব কিছুর সাহায্যে যে বেড়ে ওঠে। তাই মানুষের কাছে স্বদেশের সব কিছুই বড় এবং সুন্দর হয়ে ওঠে।
১৯।উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার নৈকট্য লাভে সামর্থ্য?
ক.ঐকতান খ.লোক-লোকান্তর গ.সেই অস্ত্র ঘ.এই পৃথিবীতে এক স্থান আছে

২০।নৈকট্য লাভের বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য—
ক.দেশপ্রেম খ.জীবনবোধ গ.মানবিকতাবোধ ঘ.সৌন্দর্যপ্রীতি

২১। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
ক.১৮৯০ সালে
খ.১৮৯৫ সালে
গ.১৮৯৯ সালে
ঘ.১৯০৩ সালে

২২।‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কতটি নদীর নাম আছে?
ক.৩টি খ.৪টি
গ.৫টি ঘ.৬টি

২৩।জীবনানন্দ দাশ তাঁর রচনায় কিসের ছবি এঁকেছেন?
ক. নিসর্গের খ. শহরের
গ. নদীর ঘ. যুদ্ধের

২৪। কবি ছাড়াও জীবনানন্দ দাশ কী ছিলেন? ক. নাট্যকার খ. গল্পকার
গ. ঔপন্যাসিক ঘ. প্রাবন্ধিক

২৫। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
ক. কবিতার কথা খ. ঝরাপালক
গ. মাল্যবান ঘ. সুতীর্থ

২৬। ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে অবিরল কী দেয়?
ক. সম্পদ খ. মাছ
গ. ঝিনুক ঘ. জল

২৭।‘মাল্যবান’ ও ‘সুতীর্থ’ কোন ধরনের রচনা?
ক.গল্প খ.কাব্য
গ.নাটক ঘ.উপন্যাস

২৮।কবি জীবনানন্দ দাশের দেশে লক্ষ্মীপেঁচা কিসের গন্ধের মতো অস্ফুট?
ক.গমের খ.ধানের
গ.পাটের ঘ.জলের

২৯।রূপসীর শরীরে কী রঙের শাড়ি লেগে থাকে?
ক.লাল খ.বেগুনি
গ.সবুজ ঘ.হলুদ

৩০।‘বারুণী’ শব্দের অর্থ কী?
ক.মত্স্যকন্যা খ.সাগর দেবী
গ.জলের দেবী ঘ.পাতালপুরীর কন্যা

৩১। শঙ্খমালা বাংলার কিসের ভেতর জন্মেছে?
ক.ধান খ.পাট
গ.নদী ঘ.পানের বনে

৩২। কবি জীবনানন্দ দাশের কাছে তাঁর দেশ সুন্দর কী?

ক. সেরা খ. শ্রেষ্ঠ
গ. করুণ ঘ. শুভ

৩৩। ‘সবুজ ডাঙ্গা’ বলতে বোঝানো হয়েছে—
ক. সবুজ প্রকৃতি খ. সবুজ রং
গ. মাঠ-প্রকৃতিঘ. ঐশ্বর্য

৩৪। ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কতটি গাছের নাম আছে?
ক. ৩টিখ. ৪টি
গ. ৫টিঘ. ৬টি

৩৫। বর বলতে বোঝানো হয়েছে—
ক. ক্ষমা খ. দেবতা
গ. ভিক্ষা ঘ. আশীর্বাদ

৩৬।জীবনানন্দ দাশ কিভাবে তাঁর জগৎ তৈরি করেছেন?
ক.ব্যক্তি অনুভবে খ. বস্তু অনুভবে
গ.দেশপ্রেমে ঘ. সূক্ষ্ম গভীর অনুভবে

৩৭।বিশালাক্ষী দ্বারা কবি বুঝিয়েছেন—
ক.দেবী খ.নর
গ.নারী ঘ.বিশাল চোখ

৩৮।ধানের গন্ধ দ্বারা বোঝানো হয়েছে—
ক.ধানের সৌন্দর্য খ.প্রাকৃতিক রূপ
গ.কৃষিপ্রধান বাংলার চিত্র ঘ.ধান প্রকৃতি

৩৯।‘লেবুর শাখা নুয়ে থাকা’ বলতে বোঝানো হয়েছে—
ক.সৌন্দর্য চেতনা খ.প্রকৃতির ঐশ্বর্য
গ.বাংলার সম্পদ ঘ.ফলের ভারে নুয়ে পড়া

৪০।কবি জীবনানন্দ দাশ তাঁর দেশকে সবচেয়ে সুন্দর বলেছেন কেন?
ক.প্রকৃতিপ্রেম খ.জাতীয়তাবোধে
গ.বাঙালির মুগ্ধতায় ঘ.সৌন্দর্য চেতনায়

উত্তরগুলো মিলিয়ে নাও ১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. ক