সমাস
বিগত ১৭ সালের সমাস নির্ণয়
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস :-
বিশেস্য ও বিশেষণ পদে বা বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয়
সামাস বলে
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
ক্রীতদাদস |
ক্রীত যে দাস |
অলসতন্দ্রা |
অলস যে তন্দ্রা |
ইগলপাখি |
ইগল নামের পাখি |
কদাকার |
কু যে আকার |
গণ্যমান্য |
যিনি গণ্য তিনি মান্য |
গিন্নিমা |
যিনি গিন্নি তিনি মা |
নবপৃথিবী |
নব যে পৃথিবী |
নবযৌবন |
নব যে যৌবন |
নীলপদ্ম |
নীল যে পদ্ম |
প্রানচঞ্চল |
চঞ্চল যে প্রান |
বেগুনভাজা |
ভাজা যে বেগুন |
মহাজন |
মহান যে জন |
মহাপৃথিবী |
মহা যে পৃথিবী |
মিঠাকড়া |
যা মিঠা তাই কড়া |
মৃদুমন্দ |
যা মৃদু তাই মন্দ |
লালফুল |
লাল যে ফুল |
লালগোলাপ |
লাল যে গোলাপ |
সজ্জন |
সৎ যে জন |
মধ্যপদলোপী কর্ধারয় সমাস:-
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
আয়কর |
আয়ের উপড় কর |
শিক্ষামন্ত্রী |
শিক্ষা বিষয়ক মন্ত্রী |
গোলাপফুল |
যা গোলাপ তাই ফুল |
উর্ণাজাল |
উর্ণা নির্মিত জাল |
খেয়াঘাট |
খেয়া পারাপারের ঘাট |
গণতন্ত্র |
গণ নিয়ন্ত্রিত তন্ত্র |
জয়পতাকা |
জয়সূচক পতাকা |
জয়মূকুট |
জয়সূচক মুকুট |
জীবনবিমা |
জীবন হানির আশাঙ্কায় যে বিমা |
জোস্নারাত |
জ্যোৎস্না বিধৌত রাত |
ডাকবার্তা |
ডাক প্রেরিত বার্তা |
দুধ-ভাত |
দুধ মিশ্রিত অন্ন |
ধর্মকর্ম |
ধর্মবিহিত কর্ম |
ধর্মকার্য |
ধর্ম বিহিত কার্য |
ধর্মঘট |
ধর্ম রক্ষার্থে ঘট |
পলান্ন |
পল (মাংস) মিশ্রিত অন্ন |
পানাপুকুর |
পানাভর্তি পুকুর |
প্রাণভয় |
প্রাণ হারানোর ভয় |
ফৌজদারি-আদালত |
ফৌজদারি বিষয়ক যে আদালত |
বরযাত্রী |
বরানুগত যাত্রী |
বিরানব্বই |
বি (দ্বি) অধিক নব্বই |
মমতারস |
মমতা মিশ্রিত রস |
মৌমাছি |
মৌ (মধু) আশ্রিত মাছি |
রক্তকমল |
রক্ত বর্নের কমল |
ষড়যন্ত্র |
ষড়ে বিধ যন্ত্র |
সন্ধ্যাপ্রদীপ |
সন্ধ্যা বেলায় জ্বালানো প্রদীপ |
সংবাদপত্র |
সংবাদ যুক্তপত্র |
সিংহাসন |
সিংহ চিহ্নিত আসন |
হাটুঁ জল |
হাঁটু পর্যন্ত জল |
উপমান কর্মধারয় সমাস:-
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য . . . . . |
কঁচুকাটা |
কচুর মত কাটা |
কাজল কালো |
কাজলে ন্যায় কালো |
কুসুমকোমল |
কুসুমের ন্যায় কোমল |
তুষারশীতল |
তুষারের ন্যায় শীতল |
তুষারধবল |
তুষারের ন্যয় ধবল |
ভিখারি দশা |
ভিখারির ন্যায় দশা |
বজ্রকন্ঠ |
বজ্রের ন্যায় কন্ঠ |
বজ্রকঠোর |
বজ্রের ন্যায় কঠোর |
মিমকালো |
মিশির ন্যায় কালো |
হাঁটুজল |
হাঁপরিমাণ জল |
উপমিত কর্মধারয় সমাস |
. |
কাজলকালো |
কাজলের ন্যায় কালো |
ওলকপি |
ওল কপির ন্যায় |
চাঁদমুখ |
চাঁদের ন্যায় মুখ |
প্রাণপ্রিয় |
প্রাণের মতো প্রিয় |
বাহুলতা |
বাহু লতার ন্যায় |
ব-দ্বীপ |
ব-এর মতো দ্বীপ |
মুখচন্দ্র |
মুখ চন্দ্রের ন্যায় |
ফুলকুমারী |
কুমারী ফুলের ন্যায় |
রক্তকমল |
কমল রক্তের ন্যায় |
রূপক কর্মধারয় সমাস |
. |
ক্ষুধানল |
ক্ষুধা রূপ অনল |
কালসিন্ধু |
কাল রূপ সিন্ধু |
খড়মপা |
খড়ম রূপ পা |
জীবনবারি |
জীবন রূপ বারি |
জীবননদী |
জীবন রূপ নদী |
দিলদরিয়া |
দিল রূপ দরিয়া |
দেহলতা |
দেহ রূপ লতা |
পরানপাকি |
পরান রূপ পাখি |
প্রাণপাখি |
প্রাণ রূপ পাখি |
প্রাণভোমরা |
প্রাণ রূপ ভোমরা |
বিষাদসিন্ধু |
বিষাদ রূপ সিন্ধু |
ভবনদী |
ভব রূপ নদী |
মনবিহঙ্গ |
মন রূপ বিহঙ্গ |
মনমাঝি |
মন রূপ মাঝি |
মোহনিদ্রা |
মোহ রূপ নিদ্রা |
যৌবনসূর্য |
যৌবন রূপ সূর্য |
দ্বিগুসমাস সমাস:-
প্রদত্ত শব্দ . . . . . |
ব্যাসবাক্য |
তেপান্তর |
তে প্রান্তরের সমাহার |
চতুদর্শপদী |
চতুদর্শ পদের সমাহার |
তেমাথা |
তে মাথার সমাহার |
তেরোনদী |
তেরো নদীর সমাহার |
অব্যয়ীভাব সামস সমাস:-
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
|
|
|
|
|
|
|
|
নিত্য সমাস:-
বিগত সালগুলোতে বোর্ডে নিত্য সমাসের উদাহরণ
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
কালান্তর |
অন্যকাল |
গৃহান্তর |
অন্য গৃহ |
গ্রামান্তর |
অন্য গ্রাম |
ঘোলাটে |
ঈষৎ ঘোলা |
তন্মাত্র |
কেবল তা |
দেশান্তর |
অন্য দেশ |
দ্বীপান্তর |
অন্য দ্বীপ |
মতান্তর |
অন্যমত |
মাথাপিছু |
প্রতি মাথা |
যুগান্তর |
অন্য যুগ |
বাক্যান্তর |
অন্য বাক্য |
লোকটি |
একটি লোক |
রূপান্তর |
অন্য রূপ |
প্রাদি সামাস |
|
অতিমাত্র |
অতি (অতিক্রান্ত) মাত্রা |
------
প্রদত্ত শব্দ |
ব্যাসবাক্য |
|
|
apple |
hhy |
|
|
|
|
----------:সমাপ্ত :--------